বাংলার খবর
Nadia News: পড়ুয়াদের প্রযুক্তি বিদ্যার পাঠ দিতে প্রাথমিকেই কম্পিউটার চালু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিশ্বায়নের যুগে দিন পাল্টাছে। শিক্ষার পরিধি এখন অনেক বিস্তৃত্ব। পড়ুয়াদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে স্কুলে-স্কুলে এখন কম্পিউটার বাধ্যতামূলক। তবে সেটি হাইস্কুলের ক্ষেত্রেও রয়েছে। বহুদিনের এই রীতি ভেঙে এবার প্রাথমিকেই চালু হল কম্পিউটার। পথ দেখাচ্ছে জেলার প্রত্যন্ত গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়।
জানা গিয়েছে, নদীয়া জেলার শান্তিপুর থানার প্রত্যন্ত গ্রামের কন্দখোলা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম চালু হল প্রাক-প্রাথমিক পড়ুয়াদের জন্য কম্পিউটার শিক্ষার ব্যবস্থা। ফিতে কেটে বিদ্যালয়ে কম্পিউটারের শুভ উদ্বোধন করেন শান্তিপুর সার্কেল ইন্সপেক্টর অরূপ রতন দাস। শুধু তাই নয়, বাংলার মধ্যে এই প্রথম কোনও জেলায় প্রাথমিক স্তরেই পড়ুয়াদের জন্য কম্পিউটার শেখানোর ব্যবস্থা করা হল। যারফলে ছোটো থেকেই প্রযুক্তিগত বিদ্যায় ধীরে ধীরে সরগড় হতে পারবে ছাত্রছাত্রীরা।
সূত্রের খবর, স্কুল কর্তৃপক্ষের মতে, একবিংশ শতকে দাঁড়িয়ে এখন কম্পিউটার আমাদের জীবনের এক অন্যতম অবিছেদ্য অংশ। সামনে এমন দিন আসবে কম্পিউটার ছাড়া আমরা এক-পা এগোতে পারব না। তারজন্য পুঁথিগত শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের কারিগরী শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষার জ্ঞান থাকাটাও এখন খুব জরুরি। আর এর জন্যই তাঁদের এই উদ্যোগ।
আরও পড়ুন: আমি কারও পয়সায় খাই না! বইয়ের রয়্যালটি পাই, বিরোধীদের তীব্র আক্রমণ মমতার
জেলার মধ্যে প্রথম এই বিদ্যালয়ে পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ওই এলাকার পঞ্চায়েত সদস্য স্বপন নন্দী বলেন, ‘এটা খুব ভালো উদ্যোগ’।
আরও পড়ুন: Visvabhrati University: ব্রহ্ম বিশ্ববিদ্যালয়ে কালী নিয়ে আলোচনা সভা, প্রতিবাদে সরব পড়ুয়ারা
তিনি আরও বলেন, ”কারণ প্রাথমিক স্তর থেকেই যদি ছাত্রছাত্রীরা কম্পিউটার সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পারে তাহলে আগামী দিনে তাদের অনেকটাই সুবিধা হবে”। পাশাপাশি তিনি এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন। তবে গন্ধ খোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় এর এই উদ্যোগ আগামী দিনে গোটা রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয় পথ দেখায় কিনা সেটাই দেখার।
আরও পড়ুন: Digital Payment: অনলাইন লেনদেনে স্বাছন্দ্য বোধ করেন, আজই এই বিষয়গুলি মাথায় রাখুন
আরও পড়ুন: National Herald Case: জেরাপর্ব অসম্পূর্ণ, দ্বিতীয় দফায় ED-র দফতরে সনিয়া
আরও পড়ুন: ভারতে বিনামূল্যে থাকা-খাওয়ার সুবিধা, ঘুরে আসুন এই জায়গাগুলিতে