দেশের খবর
মদ কিনে না আনাই পাত্রপক্ষ ও পাত্রী পক্ষের মধ্যে শুরু হয় খুনোখুনি

বেঙ্গল এক্সপ্রেস: মধ্য প্রদেশের ইন্দরে পলাশিয়া এলাকায় একটি বিয়ে বাড়িতে মদ না কিনে আনায় পাত্রপক্ষ ও কন্যা পক্ষের মধ্যে তুমুল বিবাদ সৃষ্টি হয়। বিবাদ চলাকালীন তিন যুবকের উপর কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন-আবারো বিবাহ বিচ্ছেদ পরীমনি ও শরিফুল রাজের মধ্যে সন্তান রাজ্যের কি হবে এবার
অভিযুক্ত তিন যুবক আক্রান্তদের বলে মদ কিনে এনে দেওয়ার জন্য, আর এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিলেন তারা। আঘাত পাওয়া আক্রান্তদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এবং অভিযুক্ত তিন যুবক তাদের নাম লাকি বরাসী, কেশব শিলাওয়াত এবং অভিষেক ধীমান। আপাতত তারা পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। নিখোঁজ অভি যুক্তদের তল্লাশি শুরু করা হয়েছে।