দেশের খবর
আংটি বদল করলেন দেশের সর্বকনিষ্ঠ মেয়র ও বিধায়ক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গাঁটছড়া বাঁধলেন দেশের সর্বকনিষ্ঠ মেয়র এবং বিধায়ক। সম্পূর্ন ঘরোয়া ভাবে পরিবার পরিজন নিয়ে রবিবার চারহাত এক হয় তাঁদের। রবিবার সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে, এশের সর্বকনিষ্ঠ ওই মেয়রের নাম হল আর্যা রাজেন্দ্রন ও পাত্র বিধায়ক সচিন দেব।
জানা গিয়েছে, কেরল বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক সচিনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তামিলনাড়ুর তিরুবনন্তপুরমের মেয়র আর্যা রাজেন্দ্রন। রবিবার কেরলের এ.কে.জে নামের একটি ওয়েডিং হলে তাঁদের এনগেজমেন্টের আসর বসে। শুধু তাই নয় হাইপ্রোফাইল এই অনুষ্ঠানে শুধুমাত্র উপস্থিত ছিলেন দুই পরিবার এবং তাঁদের ঘনিষ্ঠ জনেরা। সূত্রের খবর, মাত্র ২১ বছর বয়সেই মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আর্যা। অন্যদিকে সচিন হলেন কেরল বিধানসভার কমিউনিস্ট বিধায়ক।
জানা গিয়েছে, কর্মসূত্রে বালাসঙ্ঘমে (Balasangham)-এ থাকার সময় মেয়র আর্যার সঙ্গে আলাপ হয় সচিনের। তারপর সেখান থেকেই দুজনের মধ্যে ধীরে হীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মাসেই তাঁরা নিজেদের বিয়ের কথা ঘোষণা করেন। সেইমতো রবিবার তাঁরা বিবাহ আংটি বদল সেরে ফেললেন।
উল্লেখ্য, এর আগে সম্প্রতি উত্তর চেন্নাইয়ের থিরু-ভি কা নগরের বাসিন্দা ২৮ বছর বয়সী আর প্রিয়াকে ডিএমকে (DMK) পার্টির তরফে চেন্নাইয়ের মেয়র হিসেবে নিযুক্ত করা হয়েছে। শুধু মেয়র নন। তিনিই হলেন চেন্নাইয়ের দলিত সম্প্রদায়ের কনিষ্ঠতম মেয়র। এর আগে মেয়র হিসেবে গুরুত্বপূর্ন এই পদের দায়িত্ব সামলেছেন আরও দুই সাহসী নারী তারা চৌরণ এবং ক্যামাক্ষি জয়ারমণ।
আরও পড়ুন: চেন্নাইয়ের কনিষ্ঠতম মেয়র, জেনে নিন প্রিয়ার আসল পরিচয়
জানা গিয়েছে, আর প্রিয়া উত্তর চেন্নাইয়ের থিরু-ভি কা নগরের ৭৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে জেতেন। এছাড়াও ভোটে তামিলনাড়ুর ডিএমকে দল ২১টি মিউনিসিপাল কর্পোরেশনে জয়লাভ করে। শুধু তাই নয়, সাফল্য মেলে ১৩৮টি মিউনিসিপ্যালিটিতে এবং ৪৯০টি টাউন পঞ্চায়েতে। অবিশ্বাস্যভাবে ডিএমকে দল ভোটে জেতে কর্পোরেশনের ৯৫২টি ওয়ার্ড। ২৩৬০টি মিউনিসিপ্যালিটি। ৪৩৮৯টি টাউন পঞ্চায়েত।