'হবু বউ এবার রেগেই যাবে'... বিয়ে করতে বেরিয়ে ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে বর
Connect with us

দেশের খবর

‘হবু বউ এবার রেগেই যাবে’… বিয়ে করতে বেরিয়ে ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে বর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিয়ে করতে বেরিয়েও শান্তি নেই। প্রবল বর্ষণে রাস্তায় ধস নেমেছে। হড়পা বানের তোড়ে রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এই অবস্থায় বিয়ে করতে বেরিয়ে বিপাকে পড়েছেন স্বয়ং বর। কনের বাড়ি পৌঁছানো দূরঅস্ত। টানা ২ ঘণ্টা ধরে হাইওয়েতেই আটকে রইল বর সমেত বরযাত্রীর গাড়ি।

জানা গিয়েছে, প্রবল বর্ষণের কারণে উত্তরাখণ্ডে বদ্রীনাথ যাওয়ার পথে ৫৮ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। যারফলে মাঝ রাস্তাতেই বরযাত্রীর গাড়ি সমেত দীর্ঘ ট্রাফিক জ্যামে আটকে পড়েছেন বর। কখন বিয়ে করতে যাবেন? দুর্যোগের মধ্যেই পাত্রের দিকে এই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়। এতে তিনি রেগে না গিয়ে উল্টে বরং যা উত্তর দিয়েছেন তাতে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।

Watch: Video captures landslide in Uttarakhand's Chamoli as rocks, boulders  fall from hill - India News

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে পাত্র জানান, বিয়ে করতে যেতে তাঁদের অলরেডি ২ ঘণ্টা দেরী হয়ে গিয়েছে। এই জ্যামের কারণে আর কত দেরী হবে তা নিজেও জানেন না তিনি। তবে বিয়ের আসরে পৌঁছতে বরযাত্রীর এত দেরী হচ্ছে তা জেনেই অস্থির কনের বাড়ির লোকজন। ঘনঘন ফোন করে তাঁরা কোথায়, কী অবস্থায় আছেন তার খোঁজখবর নিচ্ছেন পাত্রের শ্বশুরবাড়ির লোকেরা। এমনকি পাত্র আরও বলেন,”বিয়ের লগ্ন ছিল বিকেল ৫’টায়। ইতিমধ্যে দু’ঘণ্টা দেরী হয়ে গিয়েছে। জানি না আমার হবু বউ কতটা রেগে আছে আমার উপর।”

Advertisement

Watch: Video captures landslide in Uttarakhand's Chamoli as rocks, boulders  fall from hill - India News

বিয়ে করতে যাওয়া নিয়ে উদ্বগের মধ্যে থাকলেও এরপরই সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ফিক করে হেসে দেন বর। অন্যদিকে, বরের বাড়ির এক সদস্য জানিয়েছেন, তাঁদের কনের বাড়িতে পাঁচটার মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এই ধসের কারণে ট্রাফিক জ্যামে পড়ে অনেক দেরী হয়ে গিয়েছে।