ভাইরাল খবর
বড় ভাই ভেবে আমাকে ক্ষমা করে দিও! প্রেমিকের ব্রেকআপ চিঠি নিয়ে হইচই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন প্রতিমুহূর্তে কত কিছুই না ভাইরাল হচ্ছে। প্রেমের গল্প, বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়ে ভরে রয়েছে সোশ্যাল মিডিয়া। আর এই সমস্ত অদ্ভুত ঘটনা ভাইরাল হতে সোশ্যাল মিডিয়াতে বেশি সময় লাগে না।
এবার সোশ্যাল মিডিয়ার ভাইরাল হল একটি ব্রেকআপ চিঠি। একজন প্রেমিক তাঁর প্রেমিকাকে চিঠি লিখেছেন। তাও আবার ব্রেকআপ চেয়ে। আর ওই চিঠিতে প্রেমিক এমন কিছু কথা লিখেছেন যা নিমিষের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সম্প্রতি সেই ব্রেকআপ চিঠি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। চিঠিটি ghantaa নামে একটি প্রোফাইল থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে।
সেই চিঠিতে সুজন নামে এক প্রেমিক প্রথমেই লিখেছেন ‘ডিয়ার সুপ্রিয়া’। এবং বিষয়ের জায়গায় লেখা ‘ব্রেকআপ চাই’। সুপ্রিয়াকে লেখা সেই চিঠির বয়ানে সুজন লিখেছেন, ‘আমার প্রাক্তন গার্লফ্রেন্ড, এই একুশ শতকে দাঁড়িয়ে আমার মতো একটি সাহসী ছেলের তোমার মতো একটি ধূর্ত মেয়েকে ভালোবাসা কখনওই উচিত নয়। আমি তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ করতে চাই।’ তারপরই সেই প্রেমিক চমকে দেওয়ার মতো কথাটি লিখেছেন। তিনি লিখেছেন, ‘এতো দিনে যদি আমি তোমার সঙ্গে কোনও অন্যায় করে থাকি, তাহলে বড় ভাই ভেবে আমাকে ক্ষমা করে দিও।’ এবং চিঠির সবশেষে তিনি লিখেছেন, ‘প্রাক্তন বয়ফ্রেন্ড এবং বর্তমানে বড় ভাই সুজন’!
সম্পর্ক ছিন্ন করে প্রেমিকার বড় ভাই হয়ে যাওয়ার ঘটনায় অবাক সকলেই। তাই ভাইরাল হওয়া এই ব্রেকআপ লেটারটির নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। চমকে দেওয়া এই ব্রেকআপ চিঠি দেখে অবাক হয়ে গিয়েছেন সকলেই। অনেকেই বিভিন্ন ধরনের মজার মজার কমেন্টও করছেন। এইরকম ব্রেকআপ চিঠি আগে কখনও কেউ দেখেছে বলে মনে হয় না।