মহার্ঘ হচ্ছে রঙিন পানীয়, জানুন কোন রাজ্যে বাড়ল মদের দাম
Connect with us

দেশের খবর

মহার্ঘ হচ্ছে রঙিন পানীয়, জানুন কোন রাজ্যে বাড়ল মদের দাম

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের মহার্ঘ হচ্ছে রঙিন জলের দাম। ৭ মার্চ সোমবার থেকে ১৮০ মিলি এবং ৩৭৫ মিলি বোতলের ক্ষেত্রে যথাক্রমে ১০ এবং ২০ টাকা করে বাড়ানো হচ্ছে বলে তামিলনাড়ু সরকার সূত্রে এই খবর জানানো হয়েছে।

শুধু তাই নয়, ক্রেতাদের উদ্দেশ্যে আরও জানানো হয়েছে যে গত ৫ মার্চ থেকে তামিলনাড়ুর ক্যাবিনেট বৈঠকে মদের দাম বাড়ানো নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং পরে তা সরকারি তরফে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, আজ সোমবার থেকে রাজ্যের সমস্ত খোলা বাজারে যথাক্রমে ১০ এবং ২০ টাকা করে মদের দাম বাড়ানো হল।

সরকারি সূত্রে খবর, এর আগে লকডাউনের সময় ২০২০ সালের মে মাসে একবার বাড়ানো হয়েছিল মদের দাম। এছাড়াও কোভিডকালে সুরাপ্রেমীদের জন্য দক্ষিণের এই রাজ্যে প্রায় ৪০ দিন খুলে রাখা হয়েছিল মদের দোকান। যদিও বর্তমানে বাকি পানীয়ের দাম একই রাখা হয়েছে বলে জানিয়েছে তামিলনাড়ু সরকার। এছাড়াও বিয়ার বোতল প্রতি ১০ টাকা করে বাড়ানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: লকডাউনে ছেলেকে আনতে ১৪০০ কিমি পথ পাড়ি, ইউক্রেন থেকে সন্তানের ঘরে ফেরার অপেক্ষায় রাজিয়া

এদিকে বর্তমানে IMFL-এর ১৮০ মিলির দাম ১৩০ টাকা এবং অন্যান্য ব্র্যান্ডের দাম ৭৫০ মিলির ক্ষেত্রে ২৬০০ টাকা। উল্লেখ্য, এর বেশকিছু দিন আগে পশ্চিমবঙ্গে বাড়ানো হয়েছে মদের দাম।

Advertisement
Continue Reading
Advertisement