বাংলার খবর
প্রথম সমকামী বিয়ের সাক্ষী রইল কলকাতা, প্রেমিককে বিয়ে করলেন ফ্যাশন ডিজাইনার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শেরওয়ানি পরে, মাথায় টোপর দিয়ে গলায় গোলাপ ফুলের মালা ঝুলিয়ে বিয়ের মন্ডপে হাজির বর। হল শুভদৃষ্টি, মালা বদলও। সমস্ত রীতি রেওয়াজ মেনে সবকিছু হলেও আর পাঁচটা বিয়ের মতো ছিল না এই বিয়ে। শহরের নামকরা ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় বিয়ে করলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু চৈতন্য শর্মাকে। সকলের সামনেই এক হল দুই যুবকের চার হাত। আর তার সঙ্গে সঙ্গেই প্রথম সমকামী বিয়ের সাক্ষী রইল শহর কলকাতা। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি গোটা শহর কলকাতা এবং নেটিজেনরা ২ যুবকের এই সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে।
দেশে সমকামী বিবাহ এখনও সেই ভাবে স্বীকৃতি না পেলেও সমস্ত হিন্দু রীতি মেনেই সাত পাকে বাঁধা পড়েছেন দুই যুবক। শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল এই বিয়ের অনুষ্ঠান। শহরের অন্যতম নামি ফ্যাশন ডিজাইনার হলেন অভিষেক রায়। পুরুষদের এথনিক পোশাক ডিজাইনের জন্য তাঁর রীতিমতো নাম ডাক রয়েছে। আর গুরুগ্রামের বাসিন্দা চৈতন্য পেশায় ডিজিটাল মার্কেটিঙের সঙ্গে যুক্ত। অভিষেকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে এখন তিনি কলকাতাতেই রয়েছেন।
এই দুই যুবকের বিয়ের অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো চাঁদের হাট বসেছিল। নৃত্যশিল্পী তনুশ্রী শংকর ও তাঁর কন্যা শ্রীনন্দা শংকর, বিশিষ্ট মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদারের মতো নামিদামি মানুষরা উপস্থিত হয়েছিলেন বিয়ের আসরে।
বিয়ের আসরে আমন্ত্রিত অভিষেকের বন্ধু নভনীল দাস তাঁর ফেসবুক পেজে বিয়ের আসরের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, ‘বন্ধু অভিষেক রায়ের বিয়ের সাক্ষী ছিলাম। বিয়ের রীতিতে আমি তেমনভাবে বিশ্বাসী না হলেও সুন্দর এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি। প্রকৃত অর্থেই বরমালা পরলেন দুই বর। আমি উপলব্ধি করলাম সকলের দৃষ্টিভঙ্গি থেকেই ভালোবাসাকে বোঝা উচিত। অনুষ্ঠানে উপস্থিত কেউ কেউ ফিসফিস করলেন, কেউ অবাক হলেন, আবার অনেকেই উচ্ছ্বসিত হলেন। কলকাতা শহরে পাঁচ বছর আগেও হয়তো এই রকম কিছু ভাবা যেত না। সব মিলিয়ে শেষ পর্যন্ত জয় হল অভিষেক এবং চৈতন্যর ভালোবাসার। অনুষ্ঠান শেষে ফেরার পথে ম্যারেজ হলের বাইরে অভিষেক ওয়েডস চৈতন্য লেখা এবং দুই পুরুষের ছবিতে- ইয়েস উই ডু লেখা দেখেও অনেক মানুষের মুখ হাঁ হয়ে গিয়েছিল। কেউ বললেন আরে এটা তো সমকামী বিয়ে। কেউ আবার বলছিলেন, সত্যিই দু’জন ছেলে বিয়ে করছে।’