চেন্নাইয়ের কনিষ্ঠতম মেয়র, জেনে নিন প্রিয়ার আসল পরিচয়
Connect with us

দেশের খবর

চেন্নাইয়ের কনিষ্ঠতম মেয়র, জেনে নিন প্রিয়ার আসল পরিচয়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ছুটছে দুনিয়া। যুগের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে চলতে ক্রমাগত ছুটে চলেছেন নারীরাও। ট্রেন থেকে প্লেন, জল হোক কিংবা স্থল সমরাঙ্গনে আজ পুরুষদের সঙ্গে সমান দাপট দেখাচ্ছেন মহিলারাও। মিতালি রাজ থেকে ঝুলন গোস্বামী আজকের যুগের মহিলারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অসামান্য প্রতিভা তুলে ধরছেন। পিছিয়ে নেই চেন্নাইয়ের (Chennai) আর.প্রিয়াও (R Priya)।

‘আর.প্রিয়া’ নামটি আমার-আপনার কাছে অপরিচিত হলেও এই এক নামেই তাঁকে আজ চিনছেন গোটা চেন্নাইবাসী। কিন্তু কেন? কারণ জানলে চমকে যাবেন আপনিও। জানা গিয়েছে, উত্তর চেন্নাইয়ের থিরু-ভি কা নগরের বাসিন্দা ২৮ বছর বয়সী আর প্রিয়াকে ডিএমকে (DMK) পার্টির তরফে চেন্নাইয়ের মেয়র হিসেবে নিযুক্ত করা হয়েছে।

শুধু মেয়র নন। তিনিই হলেন চেন্নাইয়ের দলিত সম্প্রদায়ের কনিষ্ঠতম মেয়র। এর আগে মেয়র হিসেবে গুরুত্বপূর্ন এই পদের দায়িত্ব সামলেছেন আরও দুই সাহসী নারী তারা চৌরণ এবং ক্যামাক্ষি জয়ারমণ। জানা গিয়েছে, আর প্রিয়া উত্তর চেন্নাইয়ের থিরু-ভি কা নগরের ৭৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে জেতেন। এছাড়াও ভোটে তামিলনাড়ুর ডিএমকে দল ২১টি মিউনিসিপাল কর্পোরেশনে জয়লাভ করে। শুধু তাই নয়, সাফল্য মেলে ১৩৮টি মিউনিসিপ্যালিটিতে এবং ৪৯০টি টাউন পঞ্চায়েতে। অবিশ্বাস্যভাবে ডিএমকে দল ভোটে জেতে কর্পোরেশনের ৯৫২টি ওয়ার্ড। ২৩৬০টি মিউনিসিপ্যালিটি। ৪৩৮৯টি টাউন পঞ্চায়েত।

Advertisement