দেশের খবর
লকডাউনে ছেলেকে আনতে ১৪০০ কিমি পথ পাড়ি, ইউক্রেন থেকে সন্তানের ঘরে ফেরার অপেক্ষায় রাজিয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কোভিডকালে লকডাউনের সময় ছেলেকে বাড়ি ফেরাতে ১৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিলেন তেলেঙ্গানার বাসিন্দা রাজিয়া বেগম। সেই সময় সংক্রমণের প্রকোপ ঠেকাতে সারা দেশের পাশাপাশি কঠোর লকডাউন জারি ছিল তেলেঙ্গানা রাজ্যেও। যারফলে গণপরিবহনের সব মাধ্যমই বন্ধ থাকায় অগত্য নিরুপায় রাজিয়াকে পুলিশের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে সেদিন পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলা থেকে স্কুটি করে ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে হয়েছিল।
সরকারি বিধিনিষেধ উঠে গেলেও দেশ থেকে এখনও মুছে যায়নি কোভিড অতিমারির প্রভাব। যদিও এখন সবকিছু পিছনে ফেলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সবকিছুই। আর গত ২৪ ফেব্রুয়ারির আগেও পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল রাজিয়ার জীবনেও। কিন্তু হঠাৎ করেই সংবাদ মাধ্যমের একটি খবরে যেন আকাশ ভেঙ্গে পড়েছে রাজিয়ার মাথায়। ভারত থেকে অনেক দূরে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হতেই ফের অজানা আতঙ্ক গ্রাস করেছে তাঁকে।
কারণ, সুদূর ইউক্রেনে যুদ্ধের আবহে সেখানে আটকে পরেছেন তাঁর ২১ বছর বয়সী ছেলে মহম্মদ নিজামউদ্দিন আমন। জানা গিয়েছে, ইউক্রেনের সামি ইউনিভার্সিটির প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়া আমন। এই মুহুর্তে সেও অন্যান্য ভারতীয়দের মতন আটকে পড়েছে বিদেশ বিভূঁইয়ে। এই অবস্থায় কীভাবে সে দেশে ফিরবে তা এখনও স্পষ্টভাবে মা রাজিয়াকে জানাতে পারেননি ছেলে মহম্মদ নিজামউদ্দিন আমন।
আরও পড়ুন: Viral Video: বিমানের মধ্যেই শিশুকে ঘুম পারাচ্ছেন বিমানসেবিকা, তারপর যা হল
যদিও জানা গিয়েছে, প্রতিনিয়ত ভিডিওকলের মাধ্যমে দেশের বাড়িতে উদ্বেগে থাকা মায়ের সঙ্গে যোগাযোগ রাখছে আমন। তবে ভারত সরকারের তরফে ইউক্রেনে আটকে থাকা বাকি ভারতীয়দের যে দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হবে সেই বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। এখন ঘরের ছেলে কবে ঘরে ফিরবে সেই আশায় পথের দিকে চেয়ে রয়েছেন ৫২ বছর বয়সী রাজিয়া বেগম ও তাঁর পরিবারের সদস্যরা।