দেশের খবর
জার্মানিতে বন্দি অরিহাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য তলব ভারতের

বেঙ্গল এক্সপ্রেস: মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের ছবির মত জার্মানি তো ঘটে গিয়েছে একই রকম ঘটনা। দু বছর আগে বার্লিনের এক ফাস্টার কেয়ারে ভারতীয় দম্পতির শিশু অরিহা শাহকে ভারতে ফিরিয়ে দেওয়ার নিয়ে জোরদার পদক্ষেপ নিল ভারত সরকার।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে ২৭ মাস বয়সী শিশু আরিহাকে যথাযথ দেখাশোনা হচ্ছে না বলে জার্মানিবাসী ভারতীয় দম্পতির ভবেশ ও ধারা সাহারা থেকে কেড়ে নিয়েছিলেন তাদের একমাত্র সন্তানকে। এমনকি ওই সদ্য যাতে শিশুর ওপরে যৌন নিগ্রহের অভিযোগও তোলা হয়েছিল মা-বাবার বিরুদ্ধে। পরবর্তী সময়ে অভিযোগ খারিজ হয়ে গেল ও আরিহাকে ফিরিয়ে দেওয়া হয়নি তার মা-বাবার কাছে।
আরও পড়ুন-মদ কিনে না আনাই পাত্রপক্ষ ও পাত্রী পক্ষের মধ্যে শুরু হয় খুনোখুনি
২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঘটনাটি ঘটেছিল ভবেশ ও ধারা তাদের মেয়ের দায় পাড়ে রক্ত দেখে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। সেই সময় ডাক্তার হাসপাতালের কর্তৃপক্ষ চাইল্ড কেয়ারে সার্ভিসে খবর দেন। সেই থেকে ধারা এবং ভবেশের সন্তান জার্মানির একটি ফাস্টার কেয়ারে অর্থাৎ পালক মা-বাবার তত্ত্বাবধানে রয়েছে।
একটি সাক্ষাৎকারে ধারাসহ বলেছেন যে, ভারতীয় বিদেশমন্ত্রক একটি জোরদার বিবৃতি প্রকাশ করেছে দ্রুত রিহাকে দেশে ফেরানোর কথা বলা হয়েছে জার্মান প্রশাসনকে অনেকদিন পর আমরা আবার আশার আলো দেখছি হয়তো এইবার আরিহা তার নিজের দেশে ফিরে আসবে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে, আরিহা নামক শিশুটির ভাষা ধর্ম সংস্কৃতি কিংবা সামাজিক পরিবেশ সবটাই আলাদা তাই ওর এই পরিবেশে থাকাটা অত্যন্ত জরুরী।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, আমরা বারবার জোর দিয়ে বলছি আরিহা সহ ভারতীয় নাগরিক কোন জায়গায় পালক পিতা-মাতার কাছে থাকবে সে তার উপর নির্ভর করে শিশুটি সামাজিক সাংস্কৃতিক বাড়বৃদ্ধি। আমাদের ভারতের পক্ষ থেকে জার্মান সরকারের কাছে এই আর্জি যে, ও রিহাকে যত দ্রুত সম্ভব ভারতে ফিরিয়ে দেওয়া হোক।