আন্তর্জাতিক
ইউক্রেনের দু’টি শহর রাশিয়ার কাছে আত্মসমর্পণ করল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত কয়েকমাস ধরেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। ফলে ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছিল ভারত সরকার। পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরত আনতে শুরু করে। বৃহস্পতিবার সকালে ফের এয়ার ইন্ডিয়ার বিমান ইউক্রেনের উদ্দেশ্যে রওনা দেয়।
এদিকে রাশিয়া ইউক্রেন আক্রমণের কথা ঘোষণা করায় ইউক্রেন সরকার তাদের সমস্ত আকাশপথ বন্ধ করে দেয়। ফলে মাঝ পথ থেকেই ফেরত আসে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার বিমান ইউক্রেনে নামার অনুমতি পায়নি বলেই ফেরত এসেছে। ইউক্রেনে প্রায় কুড়ি হাজার ভারতীয় বসবাস করেন। তাদের বেশিরভাগই ছাত্র। ইউক্রেনে ভারতীয়দের চিকিৎসা বিজ্ঞান পড়ার বিশেষ ঝোঁক রয়েছে। কিন্তু ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ায় ইউক্রেনে ভারতীয়দের দেশে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।