দেশের খবর
প্রয়াত হলেন মহাভারতের শকুনি মামা খ্যাত গুফি পেন্টাল

বেঙ্গল এক্সপ্রেস: হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মহাভারতের শকুনি মামা ওরফে গুফি পেন্তাল অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে দীর্ঘ রোগের পর গুফি পেন্টাল ওরফে শকুনি মামার মৃত্যু হয়।
আর এই সংবাদ অভিনেতার পরিবার জানিয়েছেন সাথে লিখেছেন- “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের বাবা গুফি পেন্টাল ওরফে শকুনি মামা আর নেই”। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তার সকাল ন’টা নাগাদ প্রয়াত হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই তার শরীর অসুস্থ ছিল গত ৩১শে মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে পরিবারের লোকেরা আশা করেছিলেন তিনি হয়তো বাড়িতে ফিরে আসবেন কিন্তু ৭৯ বছরের গুফী পেন্টাল আর ফিরলেন না।
আরও পড়ুন-জার্মানিতে বন্দি অরিহাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য তলব ভারতের
১৯৮৮ সালের ২ অক্টোবর শুরু হয়েছিল প্রয়াত বি আর চোপড়া ও রবি চোপড়ার মহাভারত। এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন শকুনি মামা হিসেবে। তাছাড়াও তিনি বিয়ার চোপড়ার সাথে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছিলেন। শুধু মাত্র শকুনি মামার চরিত্রে তিনি আটকেছিলেন না তিনি বিভিন্ন টিভি শো এবং ছবিতেও কাজ করেছেন।
তিনি কাস্টিং ডিরেক্টর ও প্রোডাকশন ডিজাইনার হিসেবেও কাজ করেছেন তাছাড়া তাকে টেলিভিশনে শেষ দেখা গিয়েছিল।”জয় কানাইয়া লাল কি” তে। মহাভারত ধারাবাহিকে শকুনি মামার হিংসা, রাগ ও কুটুক্তিতে ভরা বুদ্ধিমত্তা এতটাই নিখুঁতভাবে পর্দায় তুলে ধরেছিলেন তিনি যে পরবর্তীতে তিনি ওই শকুনি মামা নামে পরিচিত হয়েছিলেন। এছাড়াও তিনি “দেশ পরদেশ”, “দিল লাগি”, “সোহাগ” ছবিতে অভিনয় করেছিলেন।