দেশের খবর
মহারাষ্ট্রে ১০ মন্ত্রী, ২০ বিধায়ক করোনা আক্রান্ত!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তর সংখ্যা বাড়তে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রত্যেক দেশকে সতর্ক করেছিল। এরপর একের পর এক বৈদেশিক উড়ান বাতিল করে অনেক দেশ।
ঠিক একই রকম ভাবে একের পর এক পদক্ষেপ নেয় ভারত সরকার। তা সত্বেও দেশে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে। একদিকে যেমন বাড়ছে ওমিক্রনে আক্রান্তর সংখ্যা ঠিক তেমন ভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। আশঙ্কা বাড়ছে গোষ্ঠী সংক্রমণের। সমস্ত স্তরের মানুষ আক্রান্ত হচ্ছেন। একই অবস্থা রাজনৈতিক নেতাদের। নতুন বছরের প্রথম দিনেই মহারাষ্ট্রের ১০ মন্ত্রী এবং ২০ বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার।
একসঙ্গে এতজন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হওয়ায় খবর সামনে আসতেই উদ্বেগ বাড়ছে রাজ্যজুরে। কারণ, নেতা-মন্ত্রীরা জনগণের সঙ্গে মিশে কথা বলেন, তাঁদের অভাব অভিযোগের কথা শোনেন। এর ফলে অনেক মানুষের মধ্যে করোনা ছড়িয়ে পরতে পারে। ইতিমধ্যে বিধায়ক এবং মন্ত্রীদের যাওয়া এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। এত জন মন্ত্রী-বিধায়করা আক্রান্ত হওয়ায় মহারাষ্ট্র বিধানসভা অধিবেশনের সময়ও কমানো হবে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী। এবং মহারাষ্ট্রে আবারও রাত্রিকালীন কারফিউ শুরু হচ্ছে। ইতিমধ্যেই মুম্বই জুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে কোভিড সংক্রান্ত আরও বিধিনিষেধ কড়া করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।