Cyber Crime: অনলাইনে দু'হাজার টাকা শাড়ি কিনতে গিয়ে খোয়া গেল ৯৯ হাজার
Connect with us

বাংলার খবর

Cyber Crime: অনলাইনে দু’হাজার টাকা শাড়ি কিনতে গিয়ে খোয়া গেল ৯৯ হাজার

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অনলাইনে দু’ হাজার টাকার শাড়ি অর্ডার দিয়ে ৯৯ হাজার টাকা গায়েব! চুঁচুড়া থানা এবং চন্দননগর পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের ব্যান্ডেলের গৃহবধূর। 

ব্যান্ডেলের বাসিন্দা রশমি জৈন চলতি মাসের সাত তারিখে অনলাইনে একটি শাড়ি অর্ডার করেন। সুরাটের সেই শাড়ির দাম দু’হাজার টাকা। বেশ কয়েকদিন হয়ে গেলেও শাড়ি ডেলিভারি হয়নি। দিন পনের হয়ে যাওয়ার পর মোবাইলে শাড়ি ডেলিভারি হয়েছে বলে মেসেজ আসে। কিন্তু শাড়ি  বাড়িতে আসেনি। যে কুরিয়ার সংস্থা শাড়ি ডেলিভারি করে তার নম্বর গুগল সার্চ করে ফোন করে বিষয়টি জানতে চান ওই গৃহবধূ।

আরও পড়ুন: Malda Covid19: বুস্টার ডোজেও হচ্ছে না কাজ, ফের করোনা আক্রান্ত অধ্যক্ষ

Advertisement

এরপর কুরিয়ার থেকে বলা হয়, পার্সেল এসে গিয়েছে। রেজিষ্ট্রেশনের জন্য টোকেন মানি হিসাবে দু’টাকা অনলাইনে পেমেন্ট করতে। টাকা পেমেন্টের জন্য একটা ওটিপি দেওয়া হয়। আর এরপরই ঘটে বিপত্তি। ওটিপি বলতেই ৯৯ হাজার টাকা অ্যাকাউণ্ট  থেকে বেরিয়ে যায় ওই গৃহবধূর। এর দু’দিন পর শাড়ি দিয়ে যায় কুরিয়ার সংস্থার ডেলিভারি বয়।

প্রতারিত ওই গৃহবধূর স্বামী সঞ্জিব জৈন জানান, এর আগে অনেক শাড়ি কেনা হয়েছে কিন্তু এরকম হয়নি। কুরিয়ার ডেলিভারি বয়ের কোনও কারসাজি থাকতে পারে। তাই পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

আরও পড়ুন: Online OPD: লাইনে দাঁড়ানোর দিন শেষ, অনলাইনে মিলবে আউটডোর পরিষেবা

Advertisement

এই বিষয়ে কুরিয়ার সংস্থার কর্মী রঞ্জিত ঘোষ বলেন, ”কুরিয়ার বয় প্রীতম দে পার্সেল নিয়ে গিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সেই পার্সেল ডেলিভারি হয়নি। যে কারণে গ্রাহক কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করে। আমরা খোঁজ নিয়ে জানতে পারি কুরিয়ার বয় পার্সেল তার কাছে রেখে দিয়েছিল। পরে তাঁকে জিজ্ঞাসা করলে বলে ভুল করে পাশের বাড়িতে দিয়ে এসেছিল। সেখান থেকে তুলে পার্সেল পৌঁছে দেওয়া হয়। এই ঘটনায় কুরিয়ার যুক্ত নয়।তবে এতে বদনাম হচ্ছে আমাদের।”

আরও পড়ুন: Hooghly News: প্রেমিকার ফোন কাটায়, অভিমানে শিরা কাটল প্রেমিক

যে ফোন নম্বর থেকে গ্রাহককে ফোন করে প্রতারণা করা হয়েছে সেই নম্বর দিয়ে আমরাও অভিযোগ করেছি। মঙ্গলবার চুঁচুড়া থানায় অভিযোগকারী সঞ্জয় জৈন ও কুরিয়ার সংস্থার লোকজনকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। 

Advertisement

আরও পড়ুন: Nadia News: পড়ুয়াদের প্রযুক্তি বিদ্যার পাঠ দিতে প্রাথমিকেই কম্পিউটার চালু

আরও পড়ুন: আমি কারও পয়সায় খাই না! বইয়ের রয়্যালটি পাই, বিরোধীদের তীব্র আক্রমণ মমতার

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.