বাংলার খবর
আমি কারও পয়সায় খাই না! বইয়ের রয়্যালটি পাই, বিরোধীদের তীব্র আক্রমণ মমতার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত শুক্রবার টালিগঞ্জের এক অভিজাত আবাসনে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার ফ্ল্যাট থেকে ২১ কোটি ২২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি ওই মহিলার সঙ্গে নাকি প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদিও দুজনকেই গ্রেফতার করেছে ইডি। এরপর থেকেই রাজ্য তথা জাতীয় রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে তোলপাড়। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলছে নানা রকমের মিম। বিরোধীরাও তৃণমূলকে কোনঠাসা করতে ময়দানে নেমে পড়েছে। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড়ের ছবির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিরোধীরা কুৎসামূলক প্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। সোমবার নজরুল মঞ্চে বঙ্গ সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সুপ্রিমো বলেছেন, ‘আমি এক লাখ টাকা পেনসন পাই, বিধায়ক হিসেবে আরও দুই লাখ টাকা পাই। ১১ বছর ধরে ৩ লাখ টাকা মাসে পাই, কত হয় হিসেব করুন। কিন্তু,কোনও টাকা আমি নিই না। আমি স্বেচ্ছায় সাধারণ মানুষের সেবা করি। আমার ছবি দিয়ে টাকার পাহাড় দেখিয়ে সারা কলকাতায় প্রচার চালাচ্ছে সিপিএম আর বিজেপি। তাদের এত বড় ঔদ্ধত্য ও অহংকার! যদি আজ রাজনীতি না করতাম, আমি জিভটা কেটে ফেলতে পারতাম। আমি কারও পয়সায় খাই না। এমনকি রেলমন্ত্রী যখন ছিলাম, আমি নিজের পয়সায় চা খেতাম। আমি এখনও সার্কিট হাউসে গিয়ে থাকলে, এখানে মুখ্যসচিব আছেন তিনি জানেন, আমি নিজের পয়সা দিয়ে থাকি।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল কোথা থেকে টাকা পায়, তা নিয়ে হামেশাই প্রশ্ন তোলে বিরোধীরা। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে বলতে গিয়ে এদিন আবারও তার উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘যদি বলেন পয়সা কোথা থেকে পান? আপনি তো মাইনে নেন না? আরে আমি বই লিখি। আমি খেটে রোজগার করি। আমার ১২০টা বই বেরিয়ে গিয়েছে। আমি গানে সুর দিই কখনও কখনও। সেটা কারও পছন্দ হতে পারে, নাও হতে পারে। তার থেকে আমি তো একটা রয়্যালটি পাই। আজকে শিল্পীদের রোজগার কী? লেখা থেকে রোজগার, গান থেকে রোজগার, বই থেকে রোজগার। আমি বইয়ে যা রয়্যালটি পাই তা অনেকেই পায় না। কারণ আমার অনেকগুলো বই বেস্ট সেলার আছে। তার জন্য আমি কী করতে পারি? তাতেও তো আমাকে টিডিএস কেটে করতে হয়। কিন্তু তাতেও তো কখনও কাউকে নিয়ে এভাবে কাটাছেড়া করিনি!’
তারপরই পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারী প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ‘যে অন্যায় করেছে তার বিরুদ্ধে যা পারেন করুন। কিন্তু আমাকে স্পর্শ করবেন না। কেউ যদি মনে করেন আমার সম্মানহানি করবেন তাহলে ভুল করবেন। যে অন্যায় করেছে, তাকে একবার নয়, হাজারবার বলুন। তাতে আমার কিছু যায় আসে না। আমি মিডিয়ার ট্রায়াল করব না। তার কারণ আমি এখনও জানি না, আদৌ এর মধ্যে কী ভূত আছে। কে কে আছে। কারা কারা আছে। কীভাবে কী হয়েছে। আমি না জেনে কীভাবে বলব! বাচ্চার জন্মগ্রহণের আগেই অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেল! কোনও চক্রান্ত হয়েছে কিনা সেটাও তো দেখতে হবে। কখনও কেউ কেউ ট্র্যাপও করে। বেশি ট্যাফু করবেন না।’