বাংলার খবর
Malda Covid19: বুস্টার ডোজেও হচ্ছে না কাজ, ফের করোনা আক্রান্ত অধ্যক্ষ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এখনও অতীত হয়নি করোনা মহামারী। সংক্রমণ মোকাবিলায় ভ্যাক্সিন, বুস্টার ডোজ চালু হয়ে গেলেও বাংলায় ফের মাথাচাড়া দিয়ে বাড়ছে Covid19 সংক্রমণ।
এবার বুস্টার ডোজ নিয়েও মিলল করোনা আক্রান্ত হওয়ার খবর। তাও আবার কোভিড আক্রান্ত হয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (Malda Medical College & Hospital) অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় (Partha Pratim Mukhopadhya)। করোনা ভ্যাকসিনের ৩টি ডোজই নিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও করোনা আক্রান্ত হয়েছেন তিনি।
আরও পড়ুন: Birbhum News: না ফেরার দেশে গরিবের ঈশ্বর, প্রয়াত ১টাকার চিকিৎসক
সূত্রের খবর, সোমবার রাতেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। খবরটি প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়ের (Partha Pratim Mukhopadhya) শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। বর্তমানে তিনি নিজের কোয়ার্টারেই হোম আইসোলেশনে রয়েছেন। তবে বুস্টার ডোজ নেওয়ার পরেও খোদ জেলা মেডিক্যাল হাসপাতালের অধ্যক্ষের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় জেলায় নতুন করে আতঙ্ক দানা বাঁধছে।
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় (Partha Pratim Mukhopadhya) বেশ কিছুদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার বিকেলে তিনি কোভিড পরীক্ষা করান। তারপর রাতেই তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে নিজের কোয়ার্টারেই হোম আইসোলেশনে যান তিনি।
আরও পড়ুন: Online OPD: লাইনে দাঁড়ানোর দিন শেষ, অনলাইনে মিলবে আউটডোর পরিষেবা
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় মালদহে (Malda) নতুন করে ১৭৬ জন করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৩৪ জনের রিপোর্টে পজিটিভ এসেছে। জেলা মুখ্য আধিকারিক পাপড়ি নায়েক বলেন, “জেলায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে কেবল ৩ জন মালদহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি সকলেই হোম আইসোলেশনে। করোনার চতুর্থ ঢেউয়ে এখনও পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে।”
আরও পড়ুন: Rule Change: ১ অগস্ট থেকে বদল আসতে চলেছে এই পরিষেবাগুলির! জানুন…
আরও পড়ুন: Parliament Monsoon Session: সংসদে বিশৃঙ্খলার অভিযোগ, সাসপেন্ড তৃণমূলের ৩ সাংসদ