Online OPD: লাইনে দাঁড়ানোর দিন শেষ, অনলাইনে মিলবে আউটডোর পরিষেবা
Connect with us

বাংলার খবর

Online OPD: লাইনে দাঁড়ানোর দিন শেষ, অনলাইনে মিলবে আউটডোর পরিষেবা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রিয়জন অসুস্থ, সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে নাকানিচোবানি খাওয়ার অন্ত নেই। তার উপর আউটডোরে চিকিৎসা করাতে গেলেও থাকে প্রচুর লাইন। শুধু তাই নয়, দূর দুরান্ত থেকে আসা রোগীর বাড়ির লোকদের সেই ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।

এবার থেকে সরকারি হাসপাতালের বাইরে আউটডোরে অস্বাভাবিক ভিড়, লম্বা লাইন, রোগীর বাড়ির লোকেদের হুড়োহুড়ি সেই বাঁধাধরা চিত্রের আমূল পরিবর্তন আনতে উদ্যোগী হয়েছে রাজ্যসরকার। হাসপাতালগুলিতে রোগীর অস্বাভাবিক চাপ কমাতে এবার থেকে অনলাইনেও মিলবে আউটডোর পরিষেবা। দেখাতে পারবেন পছন্দের চিকিৎসককে।

কিন্তু কীভাবে? জেনে নিন কীভাবে অনলাইনে আউটডোরের টিকিট কাটবেন- এর জন্য প্রথমেই রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর দিতে হবে। এরপরেই বিনা খরচে পাওয়া যাবে অনলাইন টিকিট। মাল্টিপ্রোটোকল লেভেল সুইচিং ব্যবস্থার মাধ্যমে এই পরিষেবা গোটা রাজ্যে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন: Birbhum News: না ফেরার দেশে গরিবের ঈশ্বর, প্রয়াত ১টাকার চিকিৎসক

জানা গিয়েছে, রাজ্যে প্রথম এই পরিষেবা চালু হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর SSKM, নীলরতন, বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিস্ট, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল-এই হাসপাতালগুলিতে বর্তমানে আউটডোরে ডাক্তার দেখাতে গেলে অনলাইনে টিকিট কাটা সম্ভব হচ্ছে।

আরও পড়ুন: Hooghly News: প্রেমিকার ফোন কাটায়, অভিমানে শিরা কাটল প্রেমিক

Advertisement

আরও জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের স্টেট জেনারেল হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল এমনকী, মহকুমা হাসপাতালগুলিতেও এই পরিষেবা চালু করার ব্যবস্থা করা হবে। অদূর ভবিষ্যতে যাতে ব্লক হাসপাতালগুলিতেও আউটডোরে ডাক্তার দেখানোর জন্য অনলাইনে টিকিট কাটা যায় সেজন্যও উদ্যোগী হয়েছে রাজ্য। তাহলে আর দেরি কেন? পছন্দের হাসপাতালের পছন্দের ডাক্তারকে দেখাতে চাইলে আজই রাজ্য স্বাস্থ্যদফ্যতরের ওয়েবসাইটে গিয়ে আউটডোরের টিকিট বুক করুন।

আরও পড়ুন: Mamata Banerjee : এবার রেড রোডে দু’দিন ব্যাপী ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: MonkeyPox Case: উদ্বেগ বাড়াছে মাঙ্কিপক্স, সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ যোগীর

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.