মহানগর
SSC Scam: সোমবার দুপুরে রাজভবনে তলব ব্রাত্য বসুকে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই সোমবার দুপুরে রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং প্রধান শিক্ষা সচিবকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
জানা গিয়েছে, SSC মামলায় আগামী সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব করেছে সিবিআই। তার আগে শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কোনও রক্ষাকবচ দেয়নি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে পক্ষ করার নির্দেশ দিয়েছে আদালত। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
অন্যদিকে, শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে গত শুক্রবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শনিবারও সিবিআই অফিসে ডাক পড়েছে তাঁর। এরই মধ্যে আবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা সচিব মণীশ জৈনের বিদেশ সফর বাতিল নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এটা কি SSC নিয়োগ দুর্নীতি-মামলায় অস্বস্তির জের?
আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে সিবিআই তদন্তের মধ্যেই স্কুল শিক্ষা দফতরের কমিশনার বদল
প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় নিয়ে হুলস্থূল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মতো হেভিওয়েটদের।
আরও পড়ুন: জুনের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল
দু’জনকেই সিবিআই দফতরে ডেকে পাঠিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরমধ্যেই আবার শিক্ষা দফতরে বড় রদবদল। হায়ার এডুকেশনের স্পেশাল কমিশনার অরূপ সেনগুপ্তকে স্কুল এডুকেশনের কমিশনার করা হল। শুক্রবার রাতেই নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করেন অতিরিক্ত মুখ্য সচিব বিপি গোপালিকা। রাজ্যপালের অনুমতি নিয়েই এই বদল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।