বাংলার খবর
জুনের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। গত ১৬ মার্চ শেষ হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যেই প্রকাশিত হয় ফল। সেই ধারা বজায় রেখেই আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। সেই মতো পর্ষদে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতিও। একটি সূত্রের খবর, আগামী ৩ জুন পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়েই এগোচ্ছে পর্ষদ। তবে ওই দিনই ফল প্রকাশ করা যাবে কিনা তা নির্ভর করছে সরকারের অনুমতির ওপর। আগামী সপ্তাহেই সেই অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিচ্ছে পর্ষদ। সরকার অনুমতি দিলেই জুন মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল।
এখনও বেশ কয়েকটি জায়গায় পর্ষদের প্রস্তুতি বৈঠক বাকি রয়েছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান যেমন রয়েছে তেমনই উত্তরবঙ্গের বেশকিছু জেলাতেও প্রস্তুতি বৈঠক এখনও বাকি রয়েছে। শনিবার দুই মেদিনীপুর, সোমবার উত্তর বঙ্গের জেলাগুলো এবং আগামী বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলা শিক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে পর্ষদ। পর্ষদের এক কর্তা জানিয়েছেন, এপ্রিল ও মে মাস ধরে ফল প্রকাশের সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছেন তাঁরা। শুধু কয়েকটি জেলায় প্রস্তুতি বৈঠক বাকি রয়েছে। এখন শেষ পর্যায়ের কাজ চলছে। রাজ্য সরকারকে সমস্ত বিষয় জানানো হয়েছে। আগামী সপ্তাহে রাজ্য সরকার পর্ষদের আবেদনে সাড়া দিলেই ফল প্রকাশের দিন ঘোষণা করে দেওয়া হবে বলে পর্ষদ সূত্রে খবর।