অর্জুন দল ছাড়তেই তড়িঘরি বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব
Connect with us

বাংলার খবর

অর্জুন দল ছাড়তেই তড়িঘরি বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একে একে নিভিছে দেউটি। একুশের বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই রক্তক্ষরণ অব্যাহত রয়েছে গেরুয়া শিবিরের। একাধিক বিধায়ক, সাংসদ বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। হাতছাড়া হয়েছে একের পর এক পঞ্চায়েত, জেলাপরিষদ। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান চলছে। তাতে নবতম সংযোজন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। অনেক টালবাহানা ও নাটকের পর গত রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রীটের অফিসে এসে তৃণমূলে ফিরলেন ভাটপাড়ার দাপুটে নেতা।

অঅর্জুনের দল ছাড়াটা বিজেপি-এর কাছে বড় ধাক্কা, তাতে কোনও সন্দেহ নেই। তাই অর্জুনের জায়গা ভরাট করতে সোমবার তড়িঘড়ি জরুরি বৈঠকে বসেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজারহাটের এক হোটেলে হয় এই বৈঠক। সেই বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য রাজ্য নেতৃত্বরা। ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এবং পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক ও সাইবার সেলের প্রধান অমিত মালব্য। সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে ব্যারাকপুরে বিজেপির জেলা সংগঠনের দায়িত্ব দেওয়া হল শুভেন্দু অধিকারীর হাতে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, নতুন দায়িত্ব পেয়ে আগামী ২৫ তারিখ ব্যারাকপুরে একটি সাংগঠনিক বৈঠক করতে পারেন শুভেন্দু অধিকারী। অতএব এ কথা বলাই যায়, অর্জুনের গড়ের দায়িত্ব এবার সামলাবেন শুভেন্দু।

প্রায় মাস খানেক ধরেই অর্জুন সিং যেভাবে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে আসছিলেন, তাতে জল্পনার পারদ চড়ছিল। পাটের দাম বেঁধে দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। রাজ্যের পাট শিল্পকে বাঁচাতে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চেয়ে তাঁকে চিঠিও দিয়েছিলেন তিনি। তারপরই দিল্লিতে তলব করে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর মান ভাঙানোর চেষ্টাও করেন। তাতে কোনও লাভ হয়নি। গত কয়েকদিনে কেন্দ্র এবং রাজ্য বিজেপি নেতৃত্বের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তাতেই অর্জুনের তৃণমূলে ফেরার জল্পনা ক্রমশ জোরালো হচ্ছিল। রবিবার বিকালে তাতেই সিলমোহর পড়ে গেল। এতদিন একসঙ্গে থাকায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। এবার ‘প্রতিপক্ষ’ অর্জুনকে কীভাবে সামলাবেন শুভেন্দু অধিকারী, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। শোনা যাচ্ছে, বাবার পথ অনুসরণ করেই অর্জুনপুত্র তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংও তৃণমূলে ফিরতে চলেছেন।

Advertisement

অপরদিকে, তৃণমূলে যোগ দিয়েই সোমবার শ্যামনগরে জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে অর্জুন সিং সাংগঠনিক বৈঠকে বসতে চলেছেন বলে জানা গিয়েছে। সেই বৈঠকে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক-সহ জেলার অন্যান্য নেতারা উপস্থিত থাকতে পারেন বলে খবর।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.