লোকসভায় প্রশ্ন করে 'ফার্স্ট বয়' বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার!
Connect with us

দেশের খবর

লোকসভায় প্রশ্ন করে ‘ফার্স্ট বয়’ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার!

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তাঁর নেতৃত্ব নিয়ে দলের অন্দরেই প্রশ্ন রয়েছে। তারমধ্যেও প্রশ্ন করেই প্রথম স্থান অধিকার করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। লোকসভার অধিবেশনে সব থেকে বেশি প্রশ্ন করার তালিকায় প্রথম স্থানে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। শুধু তাই নয়, সংসদে তাঁর ৭০ শতাংশ উপস্থিতি রয়েছে। লোকসভার এক রিপোর্টে জানা গিয়েছে, ১৭তম লোকসভা অধিবেশনে তিনি মোট ৪৪৪ প্রশ্ন করেছেন। মূলত মহিলাদের অধিকার ও ক্ষমতায়ন, কর্মসংস্থান, ন্যাশনাল এডুকেশন পলিসি, সংখ্যালঘু বিষয়ে তাঁকে সব থেকে বেশি প্রশ্ন করতে দেখা গিয়েছে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আরও একজন বিজেপি সাংসদ। তিনি হলেন জামশেদপুরের সাংসদ বিদ্যুৎবরণ মাহাতো। গত ২০২১ সালের ১৭তম লোকসভা অধিবেশনে তিনি সুকান্ত মজুমদারের থেকে সাতটি কম অর্থাৎ ৪৩৭ প্রশ্ন করেছেন। তার মধ্যে শুধুমাত্র গত শীতকালীন অধিবেশনেই তিনি প্রশ্ন করেছেন ৪৪ টি। তবে লোকসভায় উপস্থিতির হারে তিনি সুকান্ত মজুমদারকে টেক্কা দিয়েছেন। গত অধিবেশনে তাঁর উপস্থিতির হার ছিল ৮৩ শতাংশ।

সর্বাধিক প্রশ্ন করা এবং উপস্থিতির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মহারাষ্ট্রের শিবসেনার সাংসদ শ্রীরঙ্গ বার্নে। ১৭তম লোকসভায় তিনি মোট ৪৩৫ প্রশ্ন করেছেন। সংসদে তাঁর উপস্থিতির হার ৯৬ শতাংশ। তারপরই রয়েছেন মহারাষ্ট্রেরই এনসিপি সাংসদ তথা শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে। মহারাষ্ট্রের বারামতির সাংসদ সুপ্রিয়া মোট ৪৩০ প্রশ্ন করেছেন। তাঁর উপস্থিতির হার ৯২ শতাংশ। ১৬তম লোকসভাতে সর্বাধিক প্রশ্ন করার তালিকায় প্রথম স্থানে ছিলেন সুপ্রিয়া। বিশেষভাবে নজর কেড়েছেন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের একমাত্র সাংসদ। তিনি মোট প্রশ্ন করেছেন ৪১৪টি।

Advertisement

লোকসভায় প্রশ্ন করার ক্ষেত্রে রাজ্যভিত্তিকভাবে দেখলে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রই। মহারাষ্ট্রের মোট ৪৯ জন সাংসদ ১৭তম লোকসভায় মোট প্রশ্ন করেছেন ১০ হাজার ৯৩২টি। অথচ উত্তরপ্রদেশে সর্বাধিক ৮০ জন সাংসদ থাকা সত্ত্বেও তাঁরা মোট প্রশ্ন করেছেন ৬ হাজার ১৬৩টি। এছাড়াও রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ত্রিপুরা, কেরালার সাংসদরা প্রশ্ন করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে। তবে অনেকটাই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। সবথেকে কম প্রশ্ন করেছেন হিমাচলপ্রদেশ এবং মণিপুর ও মিজোরামের সাংসদরা।

রাজ্যভিত্তিক উপস্থিতির হারে সব থেকে এগিয়ে রয়েছে হিমাচল প্রদেশ এবং অরুণাচল প্রদেশের সাংসদরা। হিমাচল প্রদেশের সাংসদদের উপস্থিতির হার ৯৪.৫ শতাংশ। এবং অরুণাচল প্রদেশের সাংসদদের উপস্থিতির হার ৯৪ শতাংশ। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা রাজস্থানের সাংসদদের উপস্থিতির হার ৯১.৬ শতাংশ। তবে এই তালিকায় অনেকটাই পিছনে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের সাংসদদের অধিবেশনে উপস্থিতির হার ছিল ৬৫.৩ শতাংশ।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.