সংসদ অধিবেশনে নিষিদ্ধ একাধিক শব্দ! কেন্দ্রের শব্দবিধি নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি
Connect with us

দেশের খবর

সংসদ অধিবেশনে নিষিদ্ধ একাধিক শব্দ! কেন্দ্রের শব্দবিধি নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’, ‘ভণ্ডামি’, ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘খালিস্তানি’, ‘বিনাশপুরুষ’, ‘জয়চাঁদ’, ‘তানাশাহি’, ‘দাঙ্গা’, ‘দালাল’, ‘দাদাগিরি’, ‘খুন সে ক্ষেতি’, ‘কোভিড স্প্রেডার’, ‘স্নুপগেট’, ‘কালা আইন’, ‘জুমলাবাজি’, ‘দুর্নীতি’, ‘চামচাবাজি’। সংসদে অধিবেশন চলাকালীন এই সমস্ত শব্দ আর ব্যবহার করতে পারবেন না সংসদরা। বাদল অধিবেশনের আগে বৃহস্পতিবার এইরকমই এক শব্দবিধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে। আর যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশের রাজনৈতিক মহল।

দেশের সমস্ত বিরোধী দলগুলো এই শব্দ বিবির তীব্র বিরোধিতা করে মোদি সরকারের বিরুদ্ধে ‘তুঘলকি আইন’ বা ‘জরুরি অবস্থার’ তুলনা টেনেছে। আগামী সোমবার অর্থাৎ ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। অধিবেশন চলাকালীন এই সমস্ত শব্দ ব্যবহার করতে পারবেন না সংসদরা। এই শব্দগুলোকে ‘অসংবিধানিক’ বলে ঘোষণা করেছে লোকসভার সচিবালয়।

বিরোধীরা বলছে, বর্তমান কেন্দ্রীয় সরকারকে যে সমস্ত ভাষায় আক্রমণ করা হয়, সেই সমস্ত ভাষাকেই বেছে বেছে অসাংবিধানিক শব্দের তালিকায় ঢোকানো হয়েছে। যাতে কেউ মোদি সরকারকে আর তুলাধনা করতে না পারে, সেই কারণেই এই ছক কষেছে বিজেপি।

Advertisement

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এর তীব্র বিরোধিতা করে টুইট করে জানিয়েছেন, যে শব্দগুলো লোকসভার সচিবালয় অসাংবিধানিক বলে ঘোষণা করেছে, তিনি সেই শব্দগুলোই অধিবেশন চলাকালীন বলবেন। তার জন্য তাঁকে যদি অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় তাহলেও তিনি গণতন্ত্র রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়ে দিয়েছেন। এই শব্দবিধিকেও হাস্যকর বলেও কটাক্ষ করেছেন তিনি। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার কেন্দ্রের এই পদক্ষেপকে জরুরি অবস্থার কালো দিনের সঙ্গে তুলনা করেছেন।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের চরম নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশও। তিনি টুইটারে বলেছেন, মোদি সরকারের আসল রুপ বর্ণনা করার জন্য বিরোধীরা যেসব শব্দ ব্যবহার করেছে, সেগুলোকেই এখন অসংসদীয় তালিকাভুক্ত করা হচ্ছে। একপর আর কী কী অসংসদীয় তালিকায় পড়বে, তা জানানোর জন্যও মোদি সরকারকে কটাক্ষ করেছেন জয়রাম।

Advertisement