বাংলার খবর
হাওড়ায় যেতে ‘নিষেধ’ শুভেন্দুকে, বাড়ির বাইরে পুলিশি পাহারা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গতকাল সুকান্ত মজুমদারের পর আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে পুলিশ। শনিবার রাত থেকেই তাঁর বাড়ির সামনে বিপুল পরিমাণ পুলিশ দেখতে পাওয়া যায়। গোটা বাড়িটিকে ঘিরে ফেলেছে পুলিশ।
উল্লেখ্য, কলকাতায় যাওয়ার পথে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া এলাকায় যাওয়ার পরিকল্পনা ছিল বিজেপি বিধায়কের। কিন্তু সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে শুভেন্দু আদৌ সেখানে যেতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। যার জন্য কাঁথি থানার পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে হাওড়ায় যেতে নিষেধ করা হয়েছে। এদিন হাওড়া হয়ে কলকাতায় আসার কথা রয়েছে শুভেন্দুর। কিন্তু তার আগেই পুলিশের এই চিঠি তাঁর কর্মসূচিতে কতখানি বদল ঘটাবে সেই দিকেই তাকিয়ে থাকবেন সকলে।
শনিবার হাওড়ায় যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের। সেই মতো সকাল ১১টার সময় নিউটাউনের বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তখনই তাঁকে আটকে দেওয়া হয়। এরপর সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি। বিদ্যাসাগর সেতুর টোল প্লাজা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে সন্ধের দিকে ছাড়া পান।