দেশের খবর
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও করোনার হানা, আক্রান্ত ৫০

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্ব জুড়ে আতঙ্কের নাম ওমিক্রন। সেইসঙ্গে রকেট গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। ওমিক্রন ছড়িয়ে পড়তেই করোনা আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়তে শুরু করেছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সমস্ত স্তরের মানুষ আক্রান্ত হচ্ছেন।
স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে করোনা যুদ্ধে যারা সামনে থেকে লড়াই করছেন, সেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স, পুলিশ প্রশাসনের কর্মীরাও ব্যাপক হারে আক্রান্ত হচ্ছেন। এবার করোনায় আক্রান্ত হলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সহ একাধিক চিকিৎসক। জানা গিয়েছে, মেডিক্যালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ইন্টার্ন মিলিয়ে ৫০ জনেরও বেশি সংক্রমিত হয়েছেন।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিত সাহা সহ মেডিক্যালের প্যাথলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ কল্যাণ খান করোনায় আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই হোম আইসলেশনে রয়েছেন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে কিছু বিধি-নিষেধ জারি করেছে সরকার। রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। আক্রান্ত হচ্ছেন একের পর এক সমাজের প্রথম সারির যোদ্ধারাই। একের পর এক হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।