বাংলার খবর
অনির্দিষ্টকালের জন্য স্থগিত ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবারই টুইট করে সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন পরিচালক তথা কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী।
বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র উৎসব কমিটির অন্যতম সদস্য তথা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে রাজ উপস্থিত না থাকলেও ছিলেন পরমব্রত। এ ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রচার কমিটির তরফে অনন্যা চট্টোপাধ্যায়, নন্দনের পক্ষ থেকে মিত্র চট্টোপাধ্যায়, পরিচালন কমিটির সদস্য নৈরাঞ্জন চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী। এই পরিস্থিতি নিয়ে রাজ চক্রবর্তী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। দু’জনের মধ্যে আলোচনার পরই মুখ্যমন্ত্রীর সম্মতিতে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসব অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল উৎসব। এবারের ‘ফোকাস কান্ট্রি’ ছিল ফিনল্যান্ড। রাজ্যজুড়ে কোভিডের কড়া বিধি-নিষেধের কারণে এবার সিনেমা হলে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার কথাও ছিল। এবারের চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধা জানানোর কথা ছিল প্রবাদপ্রতীম পরিচালক সত্যজিৎ রায়, কিংবদন্তি পরিচালক চিদানন্দ দাশগুপ্ত এবং বিখ্যাত বিদেশি পরিচালক মিকলোস জাঁসো-কে। নবান্ন সভাঘর থেকেই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ভার্চুয়ালি উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ভাষার মোট ১৬১টি চলচ্চিত্র দেখানোর কথা এবারের উৎসবে। ছবিগুলি দেখানো হতো নন্দন ১, ২, ৩, নজরুল তীর্থ ১, ২, রবীন্দ্র সদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, চলচ্চিত্র শতবর্ষ ভবন, কনফারেন্স হল কলকাতা ইনফর্মেশন সেন্টার এবং শিশির মঞ্চে।