দেশের খবর
দিল্লি-মহারাষ্ট্রকে ছাপিয়ে দেশের মধ্যে পজিটিভিটি রেটে শীর্ষে বাংলা! কেন্দ্রের উদ্বেগের তালিকায় রাজ্য

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্র। গঙ্গাসাগর মেলার আগে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি যে অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সাংবাদিক সম্মেলন ঘোষণা করেছেন।
এ রাজ্য ৩২ শতাংশ সংক্রমণ নিয়ে দেশের মধ্যে শীর্ষে রয়েছে বলেও জানানো হয়েছে। রাজ্যের মধ্যে কলকাতাতেই ৬০ শতাংশের বেশি সংক্রমণ। করোন সংক্রমণে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। মহারাষ্ট্রের পরেই বাংলার স্থান। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মহারাষ্ট্রকেও ছাপিয়ে সংক্রমণে দেশের মধ্যে এক নম্বরে পৌঁছাবে পশ্চিমবঙ্গ, বলেই আশঙ্কা কেন্দ্রের। গঙ্গাসাগর মেলার আগে কেন্দ্রীয় সরকারের এই বার্তা রীতিমতো উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন, যে সব রাজ্যে পজিটিভিটি রেট উর্ধ্বমুখী, সেই রাজ্যগুলিকেই এই উদ্বেগের তালিকায় রাখা হয়েছে।
তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রে পজিটিভিটি রেট ২২.৩৯ শতাংশ, দিল্লিতে পজিটিভিটি রেট ২৩.১ শতাংশ এবং বাংলায় সেই হার ৩২.১৮ শতাংশ। এরপরেই রয়েছে উত্তর প্রদেশ, যেখানে পজিটিভিটি রেট ৪.৪ শতাংশ। করোনা যে দেশ জুড়ে ভয়ঙ্কর আকার নিয়েছে সে কথাও উল্লেখ করেন স্বাস্থ্য সচিব। তিনি জানান, বুধবার পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ৫৫ হাজার ৩১৯। তাই দেশের করোনা পরিস্থিতির উদ্বেগের তালিকায় পশ্চিমবঙ্গের পাশাপাশি মহারাষ্ট্র, দিল্লি ও উত্তর প্রদেশের নামও উপরের দিকে রেখেছে কেন্দ্র।