দেশে করোনা ও ওমিক্রনে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বাড়ল
Connect with us

দেশের খবর

দেশে করোনা ও ওমিক্রনে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বাড়ল

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাত পোহালেই নতুন বছরে পা দেবে সারা বিশ্ব। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত সকলেই। নতুন বছর যেন খুব ভালো কাটে তার প্রত্যাশা রেখেই বছরের প্রথম দিনটা সকলেই ভালো কাটাতে চায়। কিন্তু সেই উৎসব অর্থাৎ বর্ষবরণের আগেই ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ।

তার ওপর রয়েছে ওমিক্রনের দাপট। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দেশে অনেকটাই বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬৮ জন। এর মধ্যে মুম্বইয়েই আক্রান্ত তিন হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪ জন। করোনার পাশাপাশি দেশে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে এখনও অবধি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।

এর মধ্যে ৩৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশের মধ্যে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সেখানে এখনও পর্যন্ত করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন ৪৫০ জন। এর পরই রয়েছে দিল্লি। দেশের রাজধানীতে ৩২০ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। কেরল ১০৯ জন এবং গুজরাতে ৯৭ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২০ জনের। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৮১ হাজার ৮০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ১.৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৫৮৫ জন।

Advertisement

এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ কোটি ৪২ লক্ষ ৬৬ হাজার ৩৬৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৮ হাজার ৯৫৯ জন। এখনও পর্যন্ত সক্রিয় রোগী রয়েছেন ৯১ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৫০ হাজার ৮৩৭ টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৭ কোটি ৭৮ লক্ষ ৭৮ হাজার ২৫৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৬৬ লক্ষ ৬৫ হাজার ২৯০ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৪৪ কোটি ৫৪ লক্ষ ১৬ হাজার ৭১৪ জনের।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.