দেশের খবর
দেশে অনেকটাই কমেছে করোনা আক্রান্তের সংখ্যা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার হাত থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরতে চলেছে দেশে। দেশে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। করোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকায় সমস্ত কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও সংক্রমণ রোধের জন্য সরকার আগেই একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছিল।
সেই কারণেই সংক্রমণের গ্রাফ কমেছে। করোনা সংক্রমণের হার কমতে থাকায় স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সিনেমা হল, পার্ক, পর্যটন কেন্দ্রও খুলে দেওয়ার হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৩৯৪ জন। যা বৃহস্পতিবারের থেকে ১৩ শতাংশ কম। বৃহস্পতিবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ১৯ লক্ষ ৫২ হাজার ৭১২ জন।
দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ৯.২৭ শতাংশ। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭২ জনের। এখনও পর্যন্ত দেশে করোনর বলি হয়েছেন মোট ৫ লক্ষ ৫৫ জন। পাশাপাশি দেশে বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনার হাত থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন। এখনও পর্যন্ত সুস্থ্য হয়ে উঠেছেন মোট ৪ কোটি ১৭ হাজার ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ১১ হাজার ৬৬৬টি। এখনও পর্যন্ত টেস্ট হয়েছে মোট ৭৩ কোটি ৫৮ লক্ষ ৪ হাজার ২৮০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৫৫ লক্ষ ৫৮ হাজার ৭৬০ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৬৮ কোটি ৪৭ লক্ষ ১৬ হাজার ৬৮ জনের।