দেশের খবর
মঙ্গলা হাট খোলার দাবিতে হাওড়ায় পথ অবরোধ ব্যবসায়ীদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা সংক্রমণ আটকাতে হাওড়ার প্রাচীন মঙ্গলা হাট এই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসনের একটি মিটিং থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সেই খবর হাট ব্যবসায়ীদের কানে পৌঁছানোর পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন হাট ব্যবসায়ীরা।
রবিবার প্রতি সপ্তাহের মতো হাট ব্যবসায়ীরা তাঁদের পণ্য সামগ্রী নিয়ে হাট কমপ্লেক্সের ভিতরে আসতে থাকেন। সেই সময় পুলিশ তাঁদের বাধা দেয়। তাতে আরও ক্ষোভ বাড়ে ব্যবসায়ীদের মধ্যে। এর পরেই হাট খোলার দাবিতে হাট ব্যবসায়ীরা হাওড়া ময়দানে পথ অবরোধ করেন। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশের আশ্বাসে অবরোধ তোলেন ব্যবসায়ীরা। হাট বন্ধ রাখা বা খোলার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে সোমবার আলোচনায় বসার কথা রয়েছে পুরনিগম এবং প্রশাসনের।
তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে হাট খোলা বা বন্ধের বিষয়ে। পুলিশের পক্ষ থেকে এই কথা শোনার পর তাঁরা অবরোধ তুলে নেন। হাট ব্যবসায়ীদের অভিযোগ, হাওড়ায় আরও যে সকল হাট রয়েছে বা মেটিয়াব্রুজে যেসব হাট আছে সেগুলো খোলা থাকছে। অথচ হাওড়ার শতাব্দী প্রাচীন মঙ্গলা হাটের ক্ষেত্রে কেন বারে বারে কোপ ফেলা হচ্ছে!