দেশের খবর
রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ২৪ হাজারেরও বেশি! কলকাতায় সংক্রমিত ৮ হাজার ৭১২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে করোনা সংক্রমণের নজির তৈরি হল রবিবার। রাজ্যে একদিনে করোনার সংক্রমণ ৩৪ শতাংশ বাড়ল। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। এর মধ্যে শুধু মাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭১২ জন।
উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৩ জন। হাওড়ায় দৈনিক সংক্রমণ এক লাফে বেড়ে হয়েছে ১ হাজার ৭৪২ জন। হুগলিতে ১ হাজার ২৭৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ হাজার ৩৪ জন, বীরভূমে ৯০৪ জন, দার্জিলিঙে ৩১৯ জন আক্রান্ত হয়েছেন। অন্যান্য সব জেলাতেই বেড়েছে সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি হয়েছেন ১৮ জন। এরমধ্যে কলকাতায় পাঁচ জন এবং উত্তর ২৪ পরগনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় দু’জন করে এবং দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, হুগলিতে একজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন মোট ১৯ হাজার ৯০১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮ হাজার ২১৩ জন। সুস্থতার হার ৯৪.৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৭১ হাজার ৬৬৪ জনের।
দৈনিক পজিটিভিটি রেটও বেড়েছে পাল্লা দিয়ে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে পজিটিভিটি রেট ৩৩.৮৯ শতাংশ। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৮ হাজার ১১১ জন। এর মধ্যে শুধু মাত্র কলকাতাতেই সক্রিয় রোগী রয়েছেন ৩০ হাজারের বেশি। উত্তর ২৪ পরগনায় সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ১৫ হাজার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার টিকা পেয়েছেন ৬ লক্ষ ৪৫ হাজার ৪২৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে টিকাকরণ হয়েছে মোট ১০ কোটি ৯৬ লক্ষ ৬৮৩ জনের।