বাংলার খবর
মঙ্গলবার দফায় দফায় বৃষ্টি, চলবে বজ্রপাতও

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। ইতিমধ্যেই জারি করা হয়েছে ওয়েদার অ্যালার্ট। কেবল কলকাতাই নয়, পশ্চিমবঙ্গ সহ মোট ৬টি রাজ্যে ভারী থেকে অতিভারীর সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
হাওয়া অফিস সূত্রের খবর, মঙ্গলবার ও বুধবার হালকা বৃষ্টি হবে বেশ কিছু জেলায়। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। এবছর যেমন দক্ষিণবঙ্গে দেরিতে বর্ষা প্রবেশ করেছে, তেমনই দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত তেমন ভারী বৃষ্টি হয়নি। হাওয়া অফিস জানাচ্ছে এবছর দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘাটতি রয়েছে ৫০ শতাংশ। একইসাথে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।
মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যদিও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ৪০ ডিগ্রির মতো তাপমাত্রা অনুভূত হবে শহরে। এদিকে, হাওয়া অফিস জানাচ্ছে, ৯ তারিখ এই জেলাগুলি-সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।