Digital Payment: অনলাইন লেনদেনে স্বাছন্দ্য বোধ করেন, আজই এই বিষয়গুলি মাথায় রাখুন
Connect with us

দেশের খবর

Digital Payment: অনলাইন লেনদেনে স্বাছন্দ্য বোধ করেন, আজই এই বিষয়গুলি মাথায় রাখুন

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ডিজিটালাইজেশনের যুগে এখন সবকিছুই ডিজিটাল। যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন মানুষ বাজারে গিয়ে নয়, ঘরে বসেই বাজার করতে বেশ স্বছন্দ বোধ করেন। কারণ, নেই ভিড় ঠেলাঠেলি করে দরদাম করার ঝামেলা, উপরন্তু নির্দিষ্ট অঙ্কের কেনাকাটায় পাওয়া যায় আকর্ষণীয় উপহার! তাহলে আর কেই বা গরমে ঘেমেনেয়ে বাজারে যায় বলুন!

অনলাইন ই-কমার্স অ্যাপ থেকে শুরু ডিজিটাল পেমেন্ট গত দু’বছরে করোনা অতিমারি আসার পর এগুলির সঙ্গে আমরা অনেক বেশি পরিচিত। এমনকি যারা এসব পছন্দ করতেন না একটা সময়, এখন তাঁরাও এতে কমফর্টেবল। যদিও ডিজিটাল এই যুগে বুঝে শুনে না চললে হিতে বিপরীত হতে বেশিক্ষণ সময় লাগে না। চোখের পলক ফেলার আগেই মুহুর্তের মধ্যে আপনার একটু অসাবধানতায় ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউণ্ট। তার সতর্কতা হিসেবে PhonePe, Paytm ব্যবহার করার আগে বেশকিছু বিষয় মাথায় রাখা জরুরি।

আরও পড়ুন: আমি কারও পয়সায় খাই না! বইয়ের রয়্যালটি পাই, বিরোধীদের তীব্র আক্রমণ মমতার

Advertisement

যেমন ধরুন আপনি, ফোন-পে অথবা পেটিএম-র মাধ্যমে কেনাকাটার টাকা, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ বা প্রিয়জনের জন্য টুকটাক কোনও লেনদেন করে থাকেন, সেক্ষেত্রে অনেক সময় খেয়াল করে দেখবেন বাইরে থেকে যে টাকা রিচার্জ করেন তার থেকে একটাকা বেশি কাটা হয় অনলাইন রিচার্জে। বর্তমানে Paytm এবং Phonepe এর মতো কোম্পানিগুলির পক্ষ থেকে মোবাইল রিচার্জ অথবা বিল পেমেন্ট এর ক্ষেত্রে সারচার্জ/প্ল্যাটফর্ম ফি/কনভিনিয়েন্স ফি এর নামে সাধারণ মানুষের থেকে অতিরিক্ত চার্জ কিংবা টাকা কেটে নেওয়া হয়ে থাকে।

আপনি খানিকটা খেয়াল করলেই দেখতে পাবেন বিল পেমেন্ট কিংবা রিচার্জের সময় অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয়। বেশিরভাগ সময়েই এই সারচার্জ অনেকটা কম হওয়ার দরুণ কিংবা অধিকাংশ মানুষের সময় কম থাকার দরুণ তারা এটি খেয়ালই করেন না। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ১ টাকা থেকে ৬ টাকা পর্যন্ত কেটে নেওয়া হয় এই ডিজিটাল পেমেন্টের অ্যাপগুলির তরফে।

আরও পড়ুন: National Herald Case: জেরাপর্ব অসম্পূর্ণ, দ্বিতীয় দফায় ED-র দফতরে সনিয়া

Advertisement

একজন মানুষের ক্ষেত্রে সারচার্জের পরিমাণ যথেষ্ট কম, কিন্তু লক্ষ লক্ষ ইউজারদের কাছ থেকে এই অল্প পরিমাণ টাকা কেটে নিয়েই যথেষ্ট লাভবান হচ্ছে Paytm বা PhonePe এর মতো কোম্পানিগুলি। এর আগে Paytm এর তরফে এই সারচার্জগুলি আরোপ না করা হলেও বর্তমানে Paytm এর তরফেও বিভিন্ন ধরনের পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ আরোপ করা হচ্ছে।

আরও পড়ুন: SERIAL KILLER: মাত্র ৮ বছর বয়সেই ৩ খুন! বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলারের তালিকায় বিহারের অমরজিৎ

তবে এই সারচার্জগুলি ইউজারদের কাছ থেকে পেটিএম ওয়ালেট ব্যালেন্স, পেটিএম পোস্টপেইড, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এর মতো সমস্ত ধরনের পেমেন্টের ক্ষেত্রেই আরোপ করা হচ্ছে। সুতরাং সারচার্জের ক্ষেত্রে এখন থেকেই সাবধান হন। নাহলে ডিজিটাল পেমেন্টের অন্তরালে লুকিয়ে থাকতে পারে সমূহ বিপদ!

Advertisement

আরও পড়ুন: ২০৫০ সালের মধ্যে চিনের জনসংখ্যা ২.২ শতাংশ কমবে, দাবি রিপোর্টে!

আরও পড়ুন: কাতারে ২৯ কুকুরকে নির্মমভাবে গুলি করে হত্যা! সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.