দেশের খবর
ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার চিনা নাগরিক!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রতিবেশী দেশ চিনের নজর যে ভারতে আছে সেটা বারবার প্রমান হয়েছে। ফলে চিন সীমান্তে যথেষ্ট সচেতন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এবার সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হলেন এক চিনা নাগরিক। মঙ্গলবার ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে এসএসবি।
ধৃতর নাম শেরিং দর্জি। তাঁর কাছথেকে চিনের নথি এবং চিনের পাসপোর্ট উদ্ধার হয়েছে। উদ্বেগের বিষয় ওই যুবক যখন নেপাল থেকে ভারতে ঢোকার চেষ্টা করেন সেই সময় হিমাচল প্রদেশের মান্ডি এলাকার ঠিকানা সহ আধার কার্ড দেখায়। আধার কার্ড দেখে প্রথমে ছেড়ে দিলেও এসএসবি জওয়ানদের সন্দেহ হয়। শুরু হয় তল্লাসি। তল্লাশির সময় প্রথমে চিনা কিছু কাগজ পত্র উদ্ধার হয়। এর পর ওই যুবকের কাছ থেকে নেপালের একটি ব্যাঙ্কের এটিএম কার্ড এবং ভারতের স্টেট ব্যাঙ্কের এটিএম কার্ড উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী।
এছাড়া ওই যুবকের কাছ থেকে ভারতীয় মুদ্রায় নগদ ৪ হাজার টাকা এবং নেপালের ৩৫০ টাকা উদ্ধার হয়েছে। পাসপোর্ট অনুযায়ী ওই যুবকের বাড়ি চিনের সিয়াচেন এলাকায়। এইসব নথি পাওয়ার পর ওই যুবককে গ্রেফতার করে সীমান্তরক্ষী বাহিনী। দীর্ঘ জেরার পর ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত ওই চিনা নাগরিককে পুলিশ মঙ্গলবার আদালতে পেশ করলে আদালত ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ওই চিনা যুবক ঠিক কী উদ্দেশ্যে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।