দেশের খবর
ভারত সীমান্তের পাশে মডেল গ্রাম বানাচ্ছে চীনারা। তৎপর হয়েছেন ভারত সরকার

বেঙ্গল এক্সপ্রেসঃ কিছু ইংরেজি সংবাদ পত্রের মাধ্যমে জানা গিয়েছে যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এল এসি) মতে চীন বেশ কিছু মডেল গ্রাম বানাতে চলেছে।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানানো হয়েছে যে, চীনের চীনের যেখানে ওই মডেল গ্রাম তৈরি করা হচ্ছে সেখানে নজরদারি বেশ কঠিন করে দেয়া হয়েছে ওই গ্রামগুলির পাশাপাশি সামরিক ছাউনিও তৈরি করা হচ্ছে বলে খবর মিলেছে।
ভারত এবং চীন, পার্শ্ববর্তী দুই দেশের মধ্যে ৩৪৮৮ কিলোমিটার দীর্ঘ এলএসি রয়েছে । যা মোট তিনটি ভাগে বিভক্ত পশ্চিম মধ্যে এবং পূর্বাংশ। পূর্বাংশে অরুণাচল প্রদেশ পশ্চিমাংশে সিয়াওকাং এবং মধ্যাংশে দেরাদুন এলাকায় এলিসির পারে মডেল গ্রামগুলি খুব তাড়াতাড়ি বানানো হচ্ছে বলে নজরদার এরা জানিয়েছেন।
আরও পড়ুন- ক্রীতদাস প্রথা এখনো যেন শেষ হয়নি, লোক ঢুকিয়ে ব্যবসা করছেন পাকিস্তানের এক ব্যক্তি
অধিকাংশ বাড়ি বহুতল এক একটি গ্রামে প্রায় ১৫০ থেকে ২০০ জনের থাকার ব্যবস্থা করা হচ্ছে। কংক্রিটের ব্লক তৈরি করে তার ট্রাকে করে নিয়ে এসে একটার পর একটা সাজিয়ে বেড়াচ্ছে গ্রামের বাড়ি গুলি। অরুণাচলের কামেং এলাকায় ইতিমধ্যে দুটি গ্রাম তৈরি করে ফেলেছে চীনারা। এমনকি সেখানে বসবাস শুরু হয়ে গেছে, সেনাদের নিরাপত্তার জন্য একটি চেকপোস্ট তৈরি করেছেন বলে, খবর পাওয়া যাচ্ছে।