বিদেশের খবর
মার্কিন যুক্তরাষ্ট্রের দুষ্কৃতীদের কবলে পড়ে আবারো মৃত্যু হল এক ভারতীয়

বেঙ্গল এক্সপ্রেস: আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন ভারতীয় এক যুবক। কাজের থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতির গুলিতে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ওই যুবকের। ওই দুষ্কৃতিদের উদ্দেশ্য ছিল যুবকের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করা। আর এই ছিনতাইকারীদের বাধা দিতে গেলে মৃত্যু হয় ওই যুবকের।
মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, মৃত যুবকের নাম জুদে চাক্কো। জুদে চাক্কো ভারতের কেরলের বাসিন্দা। প্রায় ৩০ বছর আগে তার পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাদেল ফিয়া শহরে চলে আসেন এবং সেখানে বসবাস করতে থাকেন। ওই যুবক পড়াশুনার পাশাপাশি একটি স্থানীয় সংস্থায় পার্ট টাইমের জব করতেন। স্থানীয় সময়, রবিবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে জুদে চাক্কো সাথে।
আরও পড়ুন- নিজের মাথা ফুটো করা নাকি তার কাছে নেশা ট্রেপানেশনে ভুগছেন বৃটেনের এক ব্যক্তি
এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের একইভাবে দুষ্কৃতিদের হামলার শিকার হয়েছিল ভারতীয় আর এক যুবক যার নাম সইস বীরার। ঠিক একই ভাবে সইস ও নিজের কাজ থেকে বাড়ি ফিরছিলেন একটি পেট্রোল পাম্পের ঢুকতেই এক দুষ্কৃতী বিরার কে লক্ষ্য করে গুলি চালায় ঘটনা স্থলে মৃত্যু হয় বিরার । একইভাবে বিরার ফ্যামিলি ও বেশ কয়েক বছর আগে অন্ধ্রপ্রদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায় এবং সেখানে বসতি শুরু করেন। আদৌ কি এটি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অনেক বড় কোনো ষড়যন্ত্র।