দেশের খবর
চিকিৎসকদের আন্দোলনের জেরে উত্তাল রাজধানী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চিকিৎসকের আন্দোলনের জন্য দিল্লির বেশ কিছু বড় হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে। চিকিৎসকদের এই আন্দোলনের জেরে দিল্লির সফদরগঞ্জ, রাম মনোহর লোহিয়া এবং লেডি হার্ডিঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা সবথেকে বেশি ব্যাহত হচ্ছে।
খবর পাওয়া গিয়েছে, হাসপাতালে চিকিৎসক কম থাকার ফলে চিকিৎসা ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, নিট পরীক্ষায় পাস করার পর অনেকটা সময় পেড়িয়ে গেলেও এখনও তাঁদের নিয়োগ করা হচ্ছে না। এছাড়াও ডাক্তার কম থাকায় তাঁদের অধিক কাজ করতে হচ্ছে বলেও অভিযোগ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। নিট পরীক্ষায় পাস করার পর নিয়োগের দাবি অনেকদিন ধরেই জানিয়ে আসছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু নিয়োগ না হওয়ার জন্য সোমবার থেকে পথ অবরোধ শুরু করেন চিকিৎসকরা। খবর পাওয়া গিয়েছে, আন্দলনরত চিকিৎসকদের ওপর লাঠিচার্জ করার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের গ্রেফতার করেছে পুলিশ। আন্দোলনরত চিকিৎসকদের অভিযোগ, ডাক্তারদের ওপর লাঠিচার্জের পাশাপাশি মহিলা চিকিৎসকদের ওপর অভব্য ব্যবহার করেছে পুলিশ।
এর প্রতিবাদে হাজার হাজার রেসিডেন্সিয়াল চিকিৎসক প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন। প্রায় চার হাজার চিকিৎসক সোমবার মধ্যরাতে সরোজিনী থানা ঘেরাও করেন। এই ঘটনার তীব্র নিন্দা করে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন। পাশে দাঁড়ানোর পাশাপাশি তারা হুমকি দিয়েছে সমস্যার সমাধান না আগামী বুধবার থেকে আন্দোলনে নামবে সংগঠন। এমস-ও জুনিয়র চিকিৎসকদের সমর্থনে এগিয়ে এসেছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান না হলে এমস-এর রেসিডেন্সিয়াল চিকিৎসকদের সংগঠনও সমর্থনে এগিয়ে এসেছে।
তারা হুঁশিয়ারি দিয়েছে, যদি ২৪ ঘণ্টার মধ্যে সরকারের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়া যায় তা হলে বুধবার থেকে আপৎকালীন নয় এমন সমস্ত পরিষেবা স্তব্ধ করে দেওয়া হবে। যদিও পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, চিকিৎসকরা রাজধানীর গুরুত্বপূর্ণ আইটিও রোড ৬-৮ ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন। বার বার সরে যাওয়ার অনুরোধ করার পরেও তাঁরা সরেননি। উল্টে আরও চিকিৎসক জড়ো হয়ে যান। চিকিৎসকদের রাস্তা থেকে সরাতে গেলে তাঁরা পুলিশের উপর হামলা চালান বলে অভিযোগ দিল্লি পুলিশের। এমনকি চিকিৎসকরা পুলিশকর্মীদের পোশাক ছিঁড়ে দেওয়ার পাশাপাশি গাড়িতে ভাঙচুর চালিয়েছে বলেও পাল্টা অভিযোগ করেছে পুলিশ।