ত্রিপুরায় ৩ আসনে জয়ী বিজেপি, আগরতলায় জিতল কংগ্রেস, বাম-তৃণমূলের বিপর্যয়
Connect with us

দেশের খবর

ত্রিপুরায় ৩ আসনে জয়ী বিজেপি, আগরতলায় জিতল কংগ্রেস, বাম-তৃণমূলের বিপর্যয়

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ত্রিপুরার বিধানসভা উপনির্বাচনে বড় জয় পেল শাসক দল বিজেপি। চারটির মধ্যে তিনটি আসনেই জিতল গেরুয়া শিবির। তবে, আগরতলায় বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন। বড়দোয়ালি শহর কেন্দ্র থেকে জিতলেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে এই উপনির্বাচনে খাতাই খুলতে পারল না বাম ও তৃণমূল। এই উপনির্বাচনে বামেদের থেকেও ভালো ফল করল কংগ্রেস। তবে সব থেকে খারাপ ফল করল তৃণমূল। ত্রিপুরাকে পাখির চোখ করা তৃণমূলের চারটি আসনেই জামানত জব্দ হয়েছে।

প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হলেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। বড়দোয়ালি শহর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে ছিলেন তিনি। কংগ্রেসের দু’বারের বিধায়ক আশিস সাহাকে ৬,১০৪ ভোটে হারিয়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মানিক সাহা পেয়েছেন ১৭,১৮১ ভোট। সেখানে কংগ্রেস প্রার্থী পেয়েছেন ১১,০৭৭ ভোট। তৃতীয় স্থানে থাকা বাম প্রার্থী রঘুনাথ সরকারের প্রাপ্ত ভোট ৩,৩৭৬। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সংহিতা ভট্টাচার্য পেয়েছেন মাত্র ৯৮৬ ভোট। আগরতলা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২,১৬৩ ভোটে জয়ী হলেন বিজেপি ছেড়ে কংগ্রেসে আসা সুদীপ রায় বর্মণ। বিপ্লব দেবের মন্ত্রিসভার প্রাক্তন সদস্য সুদীপ পেয়েছেন ১৭,৪৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অশোক সিংহ পেয়েছেন ১৫,২৬৮ ভোট। বাম প্রার্থী কৃষ্ণা মজুমদার পেয়েছেন ৬,৮০৮ ভোট। এবং তৃণমূলের প্রণব দেব পেয়েছেন ৮৪২ ভোট।

এ ছাড়া যুবরাজনগর এবং সুরমাতেও ফুটেছে পদ্মফুল। যুবরাজনগরে বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ ৪,৫৭২ ভোটে বাম প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী পেয়েছেন ১৮,৭৬৯ ভোট। এই একটি কেন্দ্রেই দ্বিতীয় স্থান পেয়েছে বামেরা। সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্রচন্দ্র নাথ ১৪,১৯৭ ভোট পেয়েছেন। কংগ্রেস পেয়েছে ১,৪৪০ ভোট। এবং তৃণমূল পেয়েছে মাত্র ১,০৮০ ভোট। যুবরাজনগর কেন্দ্রটি বামেদের দুর্গ বলেই পরিচিত ছিল। ২০১৮ সালে রাজ্যে পালাবদলের সময়ও এই কেন্দ্রটি ধরে রেখেছিল বামেরা। এবার সেই আসনও হাতছাড়া হল বামেদের। সুরমা কেন্দ্রে নির্দল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির স্বপ্না দাস। তিনি নিকটতম প্রতিদ্বন্দী নির্দলের বাবুরাম সতনামিকে ৪৫৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী স্বপ্না দাস পেয়েছেন ১৬,৬৭৭ ভোট। নির্দল প্রার্থী পেয়েছেন ১২,০৯৪ ভোট। তৃতীয় স্থানে থাকা সিপিআইএম প্রার্থী অঞ্জন দাস পেয়েছেন ৮৪১৫ ভোট। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্জুন নমশূদ্র পেয়েছেন ১,৩৪১ ভোট।

Advertisement

প্রাপ্ত ভোটের শতাংশের বিচারেও শীর্ষে রয়েছে বিজেপি। বামেদের টেক্কা দিয়ে দু’নম্বরে উঠে এসেছে কংগ্রেস। তিনে রয়েছে বামেরা এবং চার নম্বরে তৃণমূল। এই চার কেন্দ্র মিলিয়ে বিজেপি পেয়েছে ৪৪.৯০ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছে ২০.১০ শতাংশ ভোট। বামেরা পেয়েছে ১৯.৭৫ শতাংশ ভোট। সেখানে তৃণমূল পেয়েছে মাত্র ২.৮৫ শতাংশ ভোট।

ত্রিপুরায় ভালো ফলের জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। অপরদিকে, আগরতলা কেন্দ্র থেকে জয়ী সুদীপ রায় বর্মণ বলেছেন, ‘বিজেপির দুর্নীতি, অপশাসন, গুন্ডামির বিরুদ্ধে ভোট দিয়েছে আগরতলার মানুষ। তাই এই জয় আমার নয়। এই জয় কংগ্রেসের, এই জয় আগরতলাবাসীর।’

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.