সি-সিকনেসে ঘনঘন বমি, ভয়ঙ্কর সমুদ্রযাত্রায় নাজেহাল বাংলাদেশের ক্রিকেটাররা
Connect with us

খেলা-ধূলা

সি-সিকনেসে ঘনঘন বমি, ভয়ঙ্কর সমুদ্রযাত্রায় নাজেহাল বাংলাদেশের ক্রিকেটাররা

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবার থেকেই ডমিনিকা উইন্ডসর পার্কে শুরু হতে চলেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ। তার আগেই হাসপাতালে পরিণত হল বাংলাদেশ শিবির। সি-সিকনেসের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। রবিবার মাঠে কী করে দল নামবে, তা নিয়েই চরম চিন্তায় পড়ে গিয়েছে বাংলাদেশ শিবির।

সমুদ্র পথে সেন্ট লুসিয়া থেকে মার্টিনেক হয়ে বৃহস্পতিবার দুপুরেই ডমিনিকা পৌঁছেছে বাংলাদেশ দল। কিন্তু সেই সমুদ্রযাত্রা মোটেও সুখকর হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের কাছে। সমুদ্র যাত্রার অভিজ্ঞতা তাদের কাছে ভয়ংকর হয়ে উঠেছে। সমুদ্রযাত্রার ধকল কাটিয়ে রবিবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ক্রিকেটাররা কী করে মাঠে নামবেন, তা এখনও বুঝে উঠতে পারছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

সমুদ্রযাত্রা নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আগে থেকেই আতঙ্ক ছিল। কিন্তু, পাঁচ ঘন্টা উত্তাল সমুদ্রে পাড়ি দেওয়ার অভিজ্ঞতা যে এতটা ভয়ঙ্কর হতে পারে, তা তাঁরাও কল্পনা করতে পারেননি। পেসার শরীফুল ইসলাম, উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান, ম্যানেজার নাফিস ইকবাল, ম্যাসিওর সোহেল সহ বাংলাদেশের একাধিক ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছেন। নাফিস ও নুরুল কিছুটা সুস্থ হলেও সবথেকে বেশি অসুস্থ হয়ে পড়েন শরীফুল। একাধিকবার বমি করেছেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস টার্মিনাল থেকে বৃহস্পতিবার সকাল ৭টায় পার্লে এক্সপ্রেসের ছোটো জাহাজে করে মার্টিনেকের উদ্দেশে রওনা দেন দুই দেশের ক্রিকেটাররা। ডলফিন চ্যানেল পাড় হওয়ার সময় সবথেকে বেশি ঢেউ অনুভূত হয়। আর তাতেই মোশন সিকনেসে আক্রান্ত হন বাংলাদেশের ক্রিকেটাররা। যাত্রার প্রথমদিকে বেশ আনন্দদায়ক ছিল। কিন্তু, কিছুটা যেতেই ঢেউয়ের ধাক্কায় বড় বড় দুলুনিতে ‘মোশন সিকনেসে’ আক্রান্ত হতে শুরু করেন ক্রিকেটারেরা। এতটাই অসুস্থ বোধ করতে শুরু করেন যে নাফিস ইকবাল মাঝপথে মার্টিনেকে নেমে প্লেনে যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু হঠাৎ করে এত স্বল্প সময়ের মধ্যে বিকল্প ব্যবস্থা করা সম্ভব ছিল না। যদিও সাকিব আল হাসান, এনামুল হক, ইবাদত হোসেন, মোসাদ্দেক হোসেনরা এই সমুদ্রযাত্রা যথেষ্ট উপভোগ করেছেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরকারী দলগুলো সমুদ্রপথে কোনদিনই এক দ্বীপ থেকে অন্য দ্বীপে পাড়ি দেয় না। এমনকি এই প্রথম ওয়েস্ট ইন্ডিজ দলও আন্তর্জাতিক সিরিজ খেলতে সমুদ্র যাত্রা করল। তাদেরও বেশ কিছু ক্রিকেটার এই সমুদ্রযাত্রায় একটু অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.