আন্তর্জাতিক
গর্বের দিনে জন্ম হওয়ার তিন নবজাতকের নাম পদ্মা-সেতু-উদ্বোধন! বিশেষ উপহার হাসিনার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত ২৫ জুন স্বপ্ন সফল হয়েছে বাংলাদেশবাসীর। উদ্বোধন হয়েছে বাংলাদেশীদের গর্বের পদ্মা সেতু। উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এই সেতু বাংলাদেশের প্রত্যেকটি মানুষের স্বপ্ন, অহংকার, গর্ব। কারণ বাংলাদেশ নিজেদের টাকায় এই বিশ্বমানের দোতলা সেতু তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। গত শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর উদ্বোধন করছেন সেই দিনই পাবনার এক মহিলা একসঙ্গে ফুটফুটে তিন পুত্র সন্তানের জন্ম দেন। দেশের অন্যতম গর্বের দিনে জন্ম হওয়ায় ওই তিন সন্তানের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও উদ্বোধন। আর এই কথা জানার পরই ওই তিন নবজাতককে আশীর্বাদ স্বরূপ বিশেষ উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, ওই তিন শিশুর জন্য প্রধানমন্ত্রী সোনার চেন পাঠিয়েছেন।
পাবনার বেড়া পৌর এলাকার আমাইকোলা মহল্লার বাসিন্দা সুমী খাতুন একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন। শনিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্ম নেয় ওই তিন শিশু। পেশায় রাজমিস্ত্রি ওই সন্তানের বাবা মিজানুর জানান, ২৩ জুন বিকালে তিনি তাঁর স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন পাবনার পিডিসি হাসপাতালে। চিকিৎসকরা তাঁর স্ত্রীকে রাজশাহী নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার দুপুর আড়াইটে নাগাদ সিজারের মাধ্যমে তিন ছেলের জন্ম হয়।
মিজানুর আরও জানান, যেহেতু শনিবারই পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে তাই তিনি তাঁর তিন ছেলের ডাক নাম রেখেছেন পদ্মা, সেতু ও উদ্বোধন। পরে তাদের ভালো নাম রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। হঠাৎ তাঁর মাথায় এই তিনটে নাম রাখার ভাবনা কেন এল? এর উত্তরে মিজানুর বলেন, ‘পদ্মা সেতু আমাদের গর্বের, স্বপ্নের, অহংকারের সেতু। সেই স্মৃতি ধরে রাখতেই এই নাম রাখা হয়েছে। কোনও পুরস্কার পাওয়ার লোভে আমার সন্তানদের এমন নাম রাখিনি।’ জানা গিয়েছে মিজানুরের আরও তিন সন্তান রয়েছে। তাদের নাম মীম (১১), জীম (৮) এবং সীম (৪)। মিজানুর বলেন, ‘আগের তিনটি সন্তানই মেয়ে হওয়ায় আল্লাহর কাছে ছেলে চেয়েছিলাম। একসঙ্গে তিন ছেলে সন্তান পেয়ে আমরা খুবই খুশি।’
শুধু মিজানুর নন, নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম অপুর স্ত্রী এনি বেগম একসঙ্গে জন্ম দেন তিন সন্তানের। তাদেরও নাম স্বপ্ন, পদ্মা এবং সেতু রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তাদের জন্যেও বিশেষ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরও এক ভরি ওজনের তিনটি সোনার চেন, ফল ও ফুল পাঠিয়ছেন তিনি। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক ওই দম্পতির বাড়িতে গিয়ে তাঁদের সদ্যজাত সন্তানের জন্য প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন বলে জানিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বি এম কুদরত-এ-খুদা।
গত শুক্রবার নারায়ণগঞ্জের এক হাসপাতালে সিজারের মাধ্যমে জন্ম হয় স্বপ্ন, পদ্মা ও সেতুর। ওই তিন সন্তানের বাবা আশরাফুল জানিয়েছেন হাসপাতালে নার্সরাই আদর করে তাঁর তিন সন্তানের এই নাম রেখেছেন। তিনি জানিয়েছেন, স্বপ্নের পদ্মা সেতুর কথা মাথায় রেখেই তাঁর সদ্যোজাত দুই মেয়ের নাম পদ্মা ও সেতু এবং সদ্যোজাত ছেলের নাম রাখা হয়েছে স্বপ্ন।