খেলা-ধূলা
মেয়েকে সময় না দিতে পারায় অভিনয় জগত থেকে সরে যাচ্ছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা

বেঙ্গল এক্সপ্রেস: অভিনয় জীবন থেকে বিরতি নিতে চলেছেন অনুষ্কা শর্মা। অনুষ্কা শর্মা যখন ক্যারিয়ারের শেষে ছিলেন তখনই তিনি বিরাট কোহলির সঙ্গে বিয়ে করেন। এটা ঠিক কয়েক বছর পরেই তাদের জীবনে নতুন সদস্য আসে তাদের মেয়ে ভামিকা তাদের জীবনে আসে।
মা হওয়ার পরে তেমন বেশি অভিনয় করতে দেখা যায়নি নায়িকা কে। অভিনেত্রী অনুষ্কার শর্মা এখন কানের অনুষ্ঠানে রয়েছে। আর এইসবের মধ্যেই অভিনেত্রী তার নিজস্ব মতামত জানান তিনি বলেন যে এখন আর তেমন অভিনয় করবে না হাতে গোনা ছবি করব বড়জোর বছরে একটা করে ছবি ব্যাস। আর এইসব এর কারণও তিনি সবাইকে জানান। তিনি বলেন এই মুহূর্তে তার মেয়ে ও আমি কার সব থেকে বেশি প্রয়োজন তার মাকে। যদিও বাবা হিসেবে বিরাট যথেষ্ট দায়িত্ববান তার নিজস্ব দায়িত্ব এর কাজ সে ভালোমতোই করেন বলে জানালেন অনুষ্কা। কিন্তু ভামিকার মাকে ছাড়া চলেনা সব সময় মা মা করে বেড়ায়। এই জন্য মেয়েকে সময় দিতে চান আরো বেশি করে।
অনুষ্কা মা হওয়ার পর প্রথম যে মুভি মুক্তি পাবে সেটি হল ঝুলন গোস্বামী জীবনী নিয়ে আর সেই মুভি লিট ক্যারেক্টারে থাকবেন অনুষ্কা শর্মা। ঝুলন গোস্বামীর ক্যারেক্টারি প্লে করবেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। সে মুভির নাম হল “চাকদা এক্সপ্রেস”।