অধিনায়কত্ব ছাড়লেন মোহাম্মাদ নবী দায়ী করলেন নিজেকেই
Connect with us

খেলা-ধূলা

অধিনায়কত্ব ছাড়লেন মোহাম্মাদ নবী দায়ী করলেন নিজেকেই

Rate this post

খেলার খবর : আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে খোদ সরে দারালেন মোহাম্মদ নবী ( Mohammad Nabi )। আফগানিস্তান বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় এই অলরাউন্ডারের নেতৃত্বেই । এদিন অস্ট্রিলিয়ার কাছে মাত্র ৪ রানে হেরে যান মোহাম্মদ নবীর দল, টুইট করে অধিনায়কত্ব ছাড়ার পেছনে সম্প্রতি নিজের খারাপ ফর্মকেই দায়ি করছেন নবী। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে দেওয়া চিঠিতে তিনি লিখেন, ‘আমি দুই বছরের বেশি সময় ধরে অধিনায়কের দায়িত্বে ছিলাম। দলের হয়ে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। বিশ্বকাপের মতো বড় আসরে জাতীয় দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত।’

আরোও পড়ুন – সেমিফাইনালে প্রথম পা রাখলো নিউজিল্যান্ড(NZ)

Advertisement

তিনি আরও বলেন, ‘দলের হয়ে বর্তমানে খারাপ সময় পার করছি। তাই ক্রিকেট বোর্ডকে আমার পদত্যাগপত্র গ্রহণের আকুতি জানিয়েছি এবং আমাকে টিমের খেলোয়াড় হিসেবে রাখার অনুরোধ করেছি।’

উল্লেখ্য, আফগানিস্তানের হয়ে ৫১টি ওয়ানডে ম্যাচে ২৮.৯৭ গড়ে ১,১৫৯ রান সংগ্রহ করেছেন নবী। এর মধ্যে সাতটি হাফ সেঞ্চুরি রয়েছে তার খাতায়। আর বোলিংয়ে ৪.৩৬ ইকোনমি রেটে নিয়েছেন এই পর্যন্ত ৪৫ উইকেট ।
Continue Reading
Advertisement