খেলা-ধূলা
IND vs NZ: একেবারেই খুশি নন তিনি দলের ব্যাটারদের পারফরম্যান্সে, একরাশ হতাশাগলায় টম লাথাম
রায়পুরে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত একেবারে জলের মতো গিলে নিয়েছে নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমেই ব্যাপক ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়।

খেলার খবর: রায়পুরে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত একেবারে জলের মতো গিলে নিয়েছে নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমেই ব্যাপক ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। আর সেই ধাক্কা সামলে ওঠা সম্ভব হয়নি তাদের পক্ষে । ফলে নিউজিল্যান্ড ব্যাট করতে পারেনি পুরো ৫০ ওভার। নিউজিল্যান্ডের ইনিংস মাত্র ৩৪.৩ ওভারেই সব শেষ হয়ে যায় ।
দশা তথৈবচ অবস্থায় ব্যাটিং অর্ডার। নিউজিল্যান্ডকে ম্যাচ হারার সাথে এ দিন সিরিজও হারতে হয়েছে । নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথামের গলায় ম্যাচ শেষে সেই হতাশাই ধরা পড়েছে ।একেবারেই খুশি নন তিনি দলের ব্যাটারদের পারফরম্যান্সে । আর লাথাম সেই কথা গোপনও রাখেন নি । তাঁর দাবি, নিউজিল্যান্ডকে হারতে হয়েছে টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয়ের কারণে ।
ম্যাচ শেষে অধিনায়ক লাথাম বলেন, ‘একেবারেই খেলতে পারেনি টপ অর্ডারের ব্যাটাররা । যেখানে ভারত একেবারে সঠিক জায়গায়, সঠিক লাইন এবং লেন্থ বল করেছে। এছাড়া তিনি বলেন, কোনও দিন মাঝে মধ্যে এমন হয়, আমরা যে দিন যাই চেষ্টা করি না কেন, আর যত চেষ্টাই করি না কেন, সেই দিন যেন কোনও কিছুই ঠিক হয় না। অন্য দিকে বলতে গেলে ভারত, যেটাই চেষ্টা করেছে সেখানেই এ দিন সফল হয়েছে। উইকেটে মাঝে মধ্যে টেনিস বল বাউন্স ছিল। কিছু বল জোরে ব্যাটে এসেছে। কিছু বল হঠাৎ করে নীচু হয়েছে। মুভমেন্ট ছিল বলে কিছুটা হলেও। আমরা একেবারেই পার্টনারশিপ গড়তে পারিনি টপ অর্ডারে । যার ফল ভুগতে হয়েছে আমাদের এই সিরিজে।’
তিনি আরও যোগ করেন, ‘লোয়ার অর্ডারের ব্যাটাররা চেষ্টা করেছে। তবে কাজটা মোটেও সহজ ছিল না। আমরা পরিবেশ পরিস্থিতির সঙ্গে একেবারেই মানিয়ে উঠতে পারিনি। যেখানে খেলা হয়েছে সেখানে মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’
উল্লেখ্য, নিউজিল্যান্ড রায়পুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩৪.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায়। (Glenn Phillips) গ্লেন ফিলিপস (৩৬), (Michael Bracewell) মাইকেল ব্রেসওয়েল (২২) এবং মিচেল স্যান্টনার (২৭) ছাড়া আর বলার মতন কেউ রান পাননি। ভারতের হয়ে রান তাড়া করতে গিয়ে ওপেনিং জুটিতে রোহিত শর্মা ও শুভমন গিল (Shubman Gill) ৭২ রান তোলেন। রোহিত ৫১ রানে আউট হন। গিল ৪০ রানের অপরাজিত থেকে ভারতের জয় সুনিশ্চিত করেন। ২০.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। ফলে ৮ উইকেটে ম্যাচ জেতার পাশাপাশি ভারত সিরিজ জয়ও নিশ্চিত করে।