ছোটবেলার বন্ধুকে খুনের অভিযোগ উঠল হকি তারকা বীরেন্দ্র লাকড়ার বিরুদ্ধে!
Connect with us

খেলা-ধূলা

ছোটবেলার বন্ধুকে খুনের অভিযোগ উঠল হকি তারকা বীরেন্দ্র লাকড়ার বিরুদ্ধে!

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এক জুনিয়র রেসলারকে হত্যা করার অভিযোগে এখনও জেলে রয়েছেন অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার। এবার অলিম্পিক্সে পদক জয়ী আরেক তারকার বিরুদ্ধেও উঠল খুনের অভিযোগ। বন্ধুকে খুন করার অভিযোগ উঠল ভারতীয় হকি তারকা বীরেন্দ্র লাকড়ার বিরুদ্ধে। গত টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন বীরেন্দ্র। গত এশিয়া কাপেও ভারতীয় হকি দলের অধিনায়ক ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধেই খুনের অভিযোগ উঠল।

ত্রিকোণ প্রেমের জেরেই বীরেন্দ্র লাকড়া তাঁর বন্ধুকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবার ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি রাত ১০টা নাগাদ বীরেন্দ্রর ভুবনেশ্বরের একটি ফ্ল্যাট থেকে আনন্দ কুমার টপ্পো নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার সপ্তাহ দু’য়েক আগেই ওই ব্যক্তির বিয়ে হয়েছিল। তাঁর অস্বাভাবিক মৃত্যুতেই নাম জড়িয়েছে ভারতীয় হকি তারকার। জানা গিয়েছে, বীরেন্দ্রর ছোটোবেলার বন্ধু ছিলেন আনন্দ। ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার কথা বলা হলেও মৃতের বাবা বন্ধন টপ্পো অভিযোগ করেছেন, বীরেন্দ্র ও বান্ধবী মনজিৎ টেটে মিলে তাঁর ছেলে আনন্দকে খুন করেছেন।

বন্ধন টপ্পো অভিযোগ করেছেন, বীরেন্দ্র ডিএসপি হওয়ার পর থেকেই তাঁকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য পুলিশ। তিনি আরও অভিযোগ করেছেন, গত তিন-চার মাস ধরে তিনি এফআইআর করার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। কিন্তু রাজ্য পুলিশ তাঁকে কোনভাবেই সাহায্য করেনি। তাই তিনি সবকিছু প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছেন।

Advertisement

বন্ধন টপ্পো বলেছেন, ‘আমরা এবং বীরেন্দ্র প্রতিবেশী ছিলাম। তাই স্বাভাবিকভাবেই আনন্দ তার ছোটবেলার বন্ধু। ২৮ ফেব্রুয়ারি আমরা বীরেন্দ্রের কাছ থেকে ফোন পাই যে আনন্দ অজ্ঞান এবং সে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে সে আমাদের জানায় যে আনন্দ আর নেই। আমরা তাকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, কিন্তু ও আমাদের ভুবনেশ্বরে আসতে বলল। আমরা পরের দিন সেখানে পৌঁছেছিলাম এবং আমাদের স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। যেখানে অফিসার আমাদের জানান, আনন্দ আত্মহত্যা করেছে। কিন্তু কোনও সুইসাইড নোট ছিল না। আমাদের অনেক পীড়াপীড়ির পরে আনন্দের দেহ দেখানো হয়েছিল। এবং প্রথম নজরে আমি তার ঘাড়ে হাতের চিহ্ন দেখেছি। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে এটা আত্মহত্যা।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.