বিদেশের খবর
মাত্র ১০ বছর বয়সে বিয়ে সারলেন প্রেমিকের সঙ্গে!
বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই স্বপ্নগুলো যেন কোথায় তলিয়ে যায়। কিন্তু সবাইকে অবাক করে নর্থ ক্যারোলাইনার ওয়ালনাট কোভ এলাকার

বেঙ্গল এক্সপ্রেস: অন্য বাচ্চাদের মত সে পুতুল খেলনা নিয়ে বায়না ধরে না, এমনকি ডিজনিল্যান্ডে ঘুরাতে নিয়ে যাওয়ার জন্য বায়না ধরে নি সে তার বাবা মার কাছে। আমাদের বয়স যখন অল্প তখন আমরা অনেক কিছুই ভেবে থাকি। যেমন আমাদেরও মায়ের মত একটা সুন্দর মিষ্টি সংসার হবে। আমাদেরও কিছু ছোট ছোট বাচ্চা কাচ্চা হবে।
কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই স্বপ্নগুলো যেন কোথায় তলিয়ে যায়। কিন্তু সবাইকে অবাক করে নর্থ ক্যারোলাইনার ওয়ালনাট কোভ এলাকার 10 বছরের এমা এডওয়ার্ডস বিয়ে করলেন তার প্রেমিককে। দশ বছরের ওই আমার ক্যান্সারে আক্রান্ত। তাই নাবালিকার ইচ্ছা পূরণ করেছেন তার মা বাবা মৃত্যুর ১২ দিন আগে প্রেমিকের সঙ্গে বিয়ে সম্পন্ন করেছে এমা।
আরো পড়ুন-ফিঙ্গারপ্রিন্ট ছাড়া চলবে না বন্দুক! কি বলছে আমেরিকার ওই সংস্থা?
আমেরিকার সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে যে, ২৯ শে জুন প্রেমিক ডিজে উইলিয়ামের সঙ্গে মেয়ের বিয়ে সম্পন্ন করেছে এমার মা-বাবা এলিনা এবং এরন। আর বিয়ের ১২ দিন কাটতে না কাটতেই ১১ই জুলাই মারা যান সেই ছোট্ট বিবাহিত এমা। এমার মা-বাবা বলেন যে, সম্ভবত ছোট বাচ্চারা ডিজনিল্যান্ডে যাওয়ার জন্য বায়না ধরে, কিন্তু এমা খুব অল্প বয়স থেকে বিয়ে করতে চেয়েছিল এমনকি এমা তিন সন্তানের মা হওয়ারও ইচ্ছে ছিল। কিন্তু বালিকা বিবাহ অবৈধ থাকার কারণে ভুয়ো বিয়ের আয়োজন করেছিলেন এমার মা-বাবা।