বিদেশের খবর
ফিঙ্গারপ্রিন্ট ছাড়া চলবে না বন্দুক! কি বলছে আমেরিকার ওই সংস্থা?
অস্ত্র রাখার ক্ষেত্রে তখন লাইসেন্সের প্রয়োজন হয়ে থাকে। আর এখনকার আধুনিক যুগে নতুন নতুন সব অস্ত্রের

বেঙ্গল এক্সপ্রেস: স্মার্টওয়াচ এবং স্মার্ট ফোন তো আমরা সবাই ব্যবহার করে থাকি। আর এইসব গেজেট ব্যবহার করার জন্য বিশেষ কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না। কিন্তু কোন অস্ত্র রাখার ক্ষেত্রে তখন লাইসেন্সের প্রয়োজন হয়ে থাকে। আর এখনকার আধুনিক যুগে নতুন নতুন সব অস্ত্রের আবিষ্কার হচ্ছে। তেমনি এক নতুন অস্ত্র বাজারে এসেছে।
হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন। হাজার এমন এক স্মার্ট বন্দুক এসেছে যেই বন্ধুক শুধুমাত্র তার মালিকের কথাই শুনবে। অন্য কোন মানুষের কথায় সেই বন্দুক কাজ করবে না। কারণ এই বন্দুকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট। আর সেই ফিঙ্গারপ্রিন্ট এ আঙ্গুল ম্যাচ না করলে বন্দুক কাজ করবে না।
আরও পড়ুন-প্রেম করছে ব্ল্যাকপিঙ্ক মেম্বারের একজন! কে সে জানেন?
স্মার্ট বন্দুক তৈরির ভাবনা প্রথম ১৯৯০ সালে বিজ্ঞানীদের মাথায় এসেছিল। আর এই ভাবনার জন্য অনেক বিজ্ঞানী কে অনেক কঠিনতর রাস্তার মধ্য দিয়ে যেতে হয়েছে। এত দিনের পুরনো স্বপ্ন সত্যি হলো আমেরিকার কলরবের একটি সংস্থার হাত ধরে। কলারোডের ওই সংস্থা জানিয়েছে যে ডিসেম্বরের মধ্যে স্মার্ট বন্দুক বাজারে নামতে চলেছে। এই বন্দুকের দাম নিয়ে অনেক মানুষের মধ্যেই রয়েছে কৌতুহল। তবে সম্ভবত জানা গিয়েছে যে বন্ধুকের দাম ১ লাখ ২৫ হাজার টাকা থেকে শুরু হতে পারে।