আন্তর্জাতিক
অধ্যাপকদের সঙ্গে বসেই দেখা যাবে পর্নোগ্রাফি! নয়া পাঠ্যক্রম চালু হচ্ছে কলেজে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কলেজে দেখানো হবে পর্নোগ্রাফি! অধ্যাপকদের সঙ্গে বসেই এবার থেকে ‘পর্ন’ ভিডিয়োগ্রাফি দেখতে পারবেন পড়ুয়ারা। এতদূর পড়ে পাঠকের চোখ কপালে উঠলেও এটাই সত্যি ঘটনা। তবে ভারত নয়, সুদূর ইউএস(US)-এর Westminster College-এ আগামী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে পর্নোগ্রাফির উপর পাঠ দেওয়া হবে। এই বিষয়ে আরও পড়াশোনা এবং জনমানষে স্বচ্ছ ধারণা তৈরি করতে সিলেবাসেও রাখা হবে ‘Pornography’।
শনিবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, আগামী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যে সমস্ত পড়ুয়ারা আমেরিকার ওয়েস্টমিন্সটার কলেজে ভর্তি হবেন তাঁদের জন্য পর্নোগ্রাফির উপর একটি কোর্স অফার করছে এই কলেজ। এবং কোর্স চলাকালীন ছাত্ররা তাঁদের লেকচারারদের সঙ্গে বসে একসাথে পর্ন সিনেমা দেখতে পারবেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ শহরের ওয়েস্টমিনস্টার কলেজ প্রথমবারের মতো এই কোর্সটি অফার করছে পড়ুয়াদের জন্য। কোর্সটি ‘ফিল্ম ৩০০০’ প্রোগ্রামের অধীনে পড়ে এবং তিনটি ক্রেডিট বহন করে।
আরও পড়ুন: ইরাকি সংস্কৃতিকে শ্রদ্ধা, বিশেষ সাজে Google-Doodle
এই কোর্সের উদ্দেশ্যই হল, ছাত্র এবং শিক্ষকদের জাতি, শ্রেণী, লিঙ্গ এবং একটি পরীক্ষামূলক, র্যাডিকাল শিল্প ফর্মের যৌনতা নিয়ে আলোচনা করা। কলেজের মতে, এটি কিছু ইলেকটিভ কোর্স অফার করে এবং পর্নোগ্রাফির কোর্সটি হল “সামাজিক সমস্যা বিশ্লেষণ করার একটি সুযোগ দেবে। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বিশ্বাস করে যে, এই পর্নোগ্রাফি কোর্স ছাত্রদের জীবনে এবং কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শুধু তাই নয়, তাঁরা বিতর্কিত বিষয়গুলির একটি গুরুত্বরে তদন্তে জড়াতে চায় কিনা তাও বোঝা যাবে এই কোর্স পড়ার মাধ্যমে ।
আরও পড়ুন: ১১ মে থেকে অ্যান্ড্রয়েড ফোনে নিষিদ্ধ হচ্ছে এই সিস্টেম!
যদিও পাঠ্যক্রমে এই ধরণের বিষয় অন্তর্ভুক্ত করায় ওই কলেজ কর্তৃপক্ষ কিছু মহলের সমালোচনার সম্মুখীন হয়েছে। যারা অভিযোগ করেছে, পর্নোগ্রাফি একসাথে ক্লাস হিসাবে দেখা “একেবারে ঘৃণ্য”।