ভাইরাল খবর
একসাথে পাঁচটি বই ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে পারে এক শিশু জানুন বিস্তারিত

বেঙ্গল এক্সপ্রেস: পড়া মুখস্ত হচ্ছে না, পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন? তবে এখন থেকে আর চিন্তার কোন প্রয়োজন নেই আপনার পড়াশোনাকে সহজ করে দিতে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা আপনি দেখলে হাসতে হাসতে লুটোপুটি হবেন। শিক্ষার বিকল্প কিছু নেই শিক্ষার ভিত্তিতে আপনি অনেক কিছু অর্জন করতে পারেন।
শিক্ষা যেমন জীবন থেকে পাওয়া যায় তেমনি বই থেকেও জ্ঞান অর্জন করা যায়। কিন্তু তার জন্য করতে হয় কঠিন থেকে কঠিনতর পরিশ্রম। বই পড়তে সবার ভালো লাগে না। আর এখনকার দিনে স্মার্ট ফোন ল্যাপটপ থেকে অনলাইন ক্লাসের হার এতটাই বেড়েছে যে প্রত্যেকটি শিশুদের মনে যোগ বউয়ের প্রতি অনেকটাই কমে গিয়েছে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যেখানে দেখানো হয়েছে একটি বাচ্চা একসাথে পাঁচটি বই পড়ছে তাও আবার ঘুমোতে ঘুমোতে। সে ভিডিও তো দেখানো হয়েছে যে একটি বাচ্চা ছেলে বিছানায় শুয়ে আছে এবং তার মাথার উপরে পাঁচটি বই ঝুলিয়ে রাখা হয়েছে এবং সে বইগুলোর সাথে ডাটা কেবল গুলিকে সেলো টিপ দিয়ে আটকে মাথার কপালের সঙ্গে ডাটা কেবলের অপরদিকে আটকে দেয়া হয়েছে।
আরও পড়ুন-প্রয়াত হলেন মহাভারতের শকুনি মামা খ্যাত গুফি পেন্টাল
যদিও এই ভিডিওটি মজার ছলে বানানো হয়েছে কারণ এভাবে কোনদিনও কেউ পড়াশোনা করতে পারেনি। এই ভিডিওটি আসলে ভাইরাল হওয়ার জন্যই তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ার ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট জানিয়েছেন কেউ বলছে যে এইভাবে ভাইরাল হওয়ার মোহ যদি মাথায় ঢুকে যায় তাহলে পড়াশোনার উপর থেকে এমনি মন উঠে যাবে ইত্যাদি ইত্যাদি।