আন্তর্জাতিক
সাইকেল চালাতে গিয়ে বিপত্তি, ধপাস করে মাটিতে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সাইকেল চালাতে গিয়ে ধপাস করে মাটিতে পড়ে গেলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত থাকা তাঁর নিরাপত্তারক্ষী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দিকে হাত নেড়ে তিনি একদম ঠিক আছেন বলে জানান।
এই ঘটনাটি ঘটেছে, ডেলাওয়্যার রাজ্যের নিজের বাড়ির কাছে একটি সমুদ্র সৈকত লাগোয়া অঞ্চলে। সেখানে সাইকেল চালাচ্ছিলেন ৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট। যদিও প্রথম থেকে পুরো ব্যাপারটাই ঠিক ছিল। কিন্তু সাইকেল থেকে নামতে যাওয়ার সময়ই বাধে বিপত্তি। টাল সামলাতে না পেরে ধপাস করে মাটিতে পড়ে যান তিনি। যদিও ঘটনার সঙ্গে সঙ্গেই উপস্থিত সাংবাদিক ও অনুগামীদের জানিয়ে দিয়েছিলেন তিনি ঠিক রয়েছেন।
BBC CNN
Breaking News! Putin sabotaged Biden‘s Bike to make him fall! pic.twitter.com/lmqqjetGc7
— Levi (@Levi_godman) June 18, 2022
এদিকে মার্কিন প্রেসিডেন্টের সাইকেল থেকে মাটিতে পড়ে যাওয়ার ভিডিয়ো মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অন্য দিকে, হোয়াইট হাউসের একটি রিপোর্টের ভিডিয়োতে দেখা গিয়েছে যে, ৭৯ বছর বয়সী এই মার্কিন রাষ্ট্র প্রধান সাইকেল চালানোর একদম শেষ মুহুর্তে পড়ে যান। তিনি নিজেই সেখান থেকে উঠে পড়েন। আর জানান, ‘আমি ভালো আছি’।
আরও পড়ুন: কাবুলের গুরুদ্বারে বিস্ফোরণ, হামলার দায় স্বীকার করল ISIS
এদিন সকালে তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকে। বাইডেন সাইকেল থেকে নামতে চান তাঁদের সঙ্গে কথা বলার উদ্দেশ্য নিয়ে। আর তখনই টাল সামলাতে না পেরে পড়ে যান। এদিন তাঁর সঙ্গে সাইকেল চালচ্ছিলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনও। তবে মার্কিন রাষ্ট্রপতি তখনই জানিয়েছিলেন তিনি বাইক থেকে নামার সময় পা বের করার চেষ্টা করছিলেন। কিন্তু টাল সামলাতে না পেরে তিনি পড়ে গেছেন।
আরও পড়ুন: নূপুর শর্মার মন্তব্যে বিতর্কের ঝড়, গ্রেফতারির দাবিতে আন্দোলন বাংলাদেশে
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতি বাইডেন এখন ভালো হয়েছে। তাঁর চিকিৎসার কোনও প্রয়োজন নেই। তিনি কোনও চোট পাননি। পরিবারের সঙ্গে তিনি যেমন ছুটি কাটাচ্ছিলেন তেমনই ছুটি কাটাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে বয়স্ক রাষ্ট্রপতি জো বাইডেন।