আন্তর্জাতিক
রুশ-ইউক্রেন দ্বন্ধে বন্ধ হয়ে গিয়েছিল ব্যবসা, রাশিয়ায় নতুন নামে MacDonalds

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এখনও থামেনি যুদ্ধ! গত তিন মাসেরও বেশি সময় ধরে অব্যাহত রুশ-ইউক্রেন দ্বন্ধ। দুই দেশের এই রাজনৈতিক চাপানউতোরে গত কয়েক মাসে বহু আন্তর্জাতিক সংস্থা রাশিয়া থেকে গুটিয়ে নিয়েছে নিজেদের ব্যবসা। এই তালিকায় ব্যাতিক্রম ছিল না জনপ্রিয় ফুড চেইন-ম্যাকডোনাল্ডস।
আন্তর্জাতিক এই ফাস্টফুড সংস্থা ‘MacDonalds‘ রাশিয়াতে প্রথম স্থাপিত হয়েছিল ১৯৯০ সালে। তখনও ভাগ হয়নি সোভিয়েত রাশিয়া। তারপর কেটে গিয়েছে অনেক দিন। নদী থেকে গড়িয়ে অনেক জল। নানা ঘটনার উত্থান-পতনের সাক্ষী রেখে রাশিয়াতে বেশ রমরমিয়ে চলছিল ম্যাকডোনাল্ডসের পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ-ফ্রাইয়ের ব্যবসা।
জানা গিয়েছে, ১৯৯০ সালের পর থেকে দীর্ঘ দু’দশক ধরে ব্যবসার দিক থেকে তেমন কোনও সমস্যা না হলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু থেকে রাশিয়ায় নিজেদের ব্যবসা বন্ধ করে দেয় ম্যাকডোনাল্ডস সংস্থা। তবে কি রাশিয়া থেকে পুরোপুরি উঠে যাচ্ছে ম্যাকডোনাল্ডস? আজ্ঞে নাহ! খাদ্যপ্রেমীদের আশাহত করেনি ম্যাকডোনাল্ডস। গত ১৬ মে’র পর ফের রবিবার থেকে রাশিয়ায় খুলে দেওয়া হয়েছে ম্যাকডোনাল্ডসের সমস্ত আউটলেটগুলি।
আরও পড়ুন: পাকিস্তানে আক্রান্ত হিন্দু মন্দির, দেবতার মূর্তি ভাঙচুরের অভিযোগ
সূত্রের খবর, তবে যুদ্ধের আবহে বদলে গিয়েছে ম্যাকডোনাল্ডসের নাম। নতুন ”Vkusno i tochka”(”Delicious. Full Stop”) নামে ফের রবিবার থেকে ব্যবসা শুরু করেছে বিশ্ববিখ্যাত এই ফুড সংস্থা। এদিকে রবিবার থেকে দেশের সব প্রান্তে এর আউটলেটগুলি খুলে দেওয়ায় সব জায়গায় ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও যুদ্ধের আবহেও গোলা বারুদের স্মৃতি ভুলে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে এদিন অনেককেই Vkusno i tochka‘-বসে মধ্যহ্ন ভোজন (Lunch) সারতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে আক্রান্ত হিন্দু মন্দির, দেবতার মূর্তি ভাঙচুরের অভিযোগ
উল্লেখ্য, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে গত ১৬ মে থেকে রাশিয়ায় ম্যাকডোনাল্ডস তাঁদের সমস্ত আউটলেটগুলি বন্ধ করে দিয়েছিল। রাশিয়ায় তাঁদের প্রায় ৮৫০টি রেস্টুরেন্টে আছে। যেখানে কাজ করেন ৬২ হাজার কর্মী। ম্যাকডোনাল্ডসের আচমকা এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে যান হাজার কর্মী।