হাতে বেশি সময় নেই! পুতিন বাঁচবেন আর মাত্র ৩ বছর, প্রকাশ রিপোর্টে
Connect with us

আন্তর্জাতিক

হাতে বেশি সময় নেই! পুতিন বাঁচবেন আর মাত্র ৩ বছর, প্রকাশ রিপোর্টে

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যুদ্ধ এখনও থামেনি। ইউক্রেন দখলের লড়াইয়ে টানা তিন মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে রাশিয়া।

রুশ-ইউক্রেন দ্বন্ধে আন্তর্জাতিক মহলে মুখ পুড়েছে রাশিয়ার। যুদ্ধের নামে গণহত্যা বন্ধ করতে পুতিনকে অনুরোধ জানানো হলেও কোনও কিছুতেই কর্ণপাত করতে নারাজ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দোর্দন্ডপ্রতাপ রুশ শাসকের তাণ্ডবে ক্রমশ শশ্মানে পরিণত হচ্ছে ইউক্রেন। এতকিছুর পর তবুও যুদ্ধ থামাচ্ছেন না পুতিন।

জনসমক্ষে খুব একটা আসতে পছন্দ করেন না তিনি। শোনা যাচ্ছে রুশ প্রেসিডেন্ট নাকি আর বেশি দিন বাঁচবেন না। তাঁর আয়ু মোটে আর ৩ বছর। শুনতে অবাক লাগলেও এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB)।

Advertisement

আরও পড়ুন: পুতিন ‘পাগল’ হয়ে গিয়েছেন, দাবি রুশ ধনকুবেরের

গোয়েন্দা সংস্থার তরফে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, ৬৯ বছর বয়সী ভ্লাদিমির পুতিন মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। রক্তের জটিল সমস্যায় ভুগছেন তিনি। তাঁর দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসছে। তাঁর অঙ্গ-প্রত্যঙ্গ আরও কমজোরি হতে শুরু করেছে। এদিকে এই খবর ফাঁস হতেই আলোড়ন পড়ে গিয়েছে গোটা বিশ্বে।

গোপনে ফাঁস করা এই তথ্য জানাচ্ছে, পুতিনের চোখের সমস্যার জন্য তাঁকে নিয়মিত চশমা পরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু, চিকিৎসকদের এই নির্দেশ মানতে নারাজ রুশ প্রেসিডেন্ট। বহির্বিশ্বের কাছে কোনওভাবেই নিজেকে দুর্বল প্রমান করতে চান না তিনি। ফলে চশমা তিনি কিছুতেই পরবেন না।

Advertisement

জানা গিয়েছে, রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেল থেকে সম্প্রতি ভ্লাদিমির পুতিন সম্পর্কে এই গোপন তথ্যগুলি ফাঁস হয়ে যাচ্ছে। চলতি মাসেই তাঁর একটি সফল অস্ত্রপচার হয়েছে। কিন্তু, নিয়মিত তাঁকে কিছু গুরুত্বপূর্ণ ওষুধ খেতে হচ্ছে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য খোলসা করেন সে দেশেরই এক ধনকুবের। তাঁর দাবি, পুতিনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তিনি ব্লাড ক্যানসারে (Blood Cancer) ভুগছেন।

আরও পড়ুন: এখনও কেন দখলে এলো না ইউক্রেন! পুতিনের প্রশ্ন শুনেই হার্টফেল প্রতিরক্ষামন্ত্রীর

Advertisement

এই বিষয়ে ‘নিউ লাইনস ম্যাগাজিন’-কে দেওয়া সাক্ষাৎকারে ওই রুশ ধনকুবের পুতিনের অসুস্থতা এবং রাশিয়ার অর্থনৈতিক অবস্থা নিয়ে মুখ খোলেন। তবে নিরাপত্তাজনিত কারণে নিজের নাম-পরিচয় গোপন রাখার আবেদন জানান তিনি। তিনি বলেন, ”রাশিয়ার অর্থনীতিকে তছনছ করে দিয়েছেন পুতিন। শুধু রাশিয়াই নয়, ইউক্রেন-সহ আরও একাধিক দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। আসলে ওঁর চিন্তাভাবনাই অন্যরকম। মস্তিষ্কের বিকৃতিতে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন।”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.